দেহব্যবসায় নিয়োগের জন্য নাবালিকাকে অপহরণ করে ৩ দিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের। এই ঘটনায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে বড় কোনও চক্র জড়িত কি না তা জানতে তদন্তে নেমেছেন বহরমপুর থানার পুলিশকর্মীরা।
আরও পড়ুন - '৪ দিনে কলকাতা দখলের' জবাব- 'বাংলাদেশ সেনার জন্য সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট'
পড়তে থাকুন - তন্ময় ভট্টাচার্যকে নিয়ে কী সিদ্ধান্ত নিল সিপিএম? তদন্ত কমিটির ভূমিকায় ধোঁয়াশা
ঘটনাস্থল বহরমপুর থানা এলাকার বলরামপুরের। অভিযোগ, ১৫ বছরের ওই নাবালিকাকে কাজ দেওয়ার নাম করে ডেকে পাঠান পরিচিত এক মহিলা। এর পর নাবালিকাকে বাড়িতে আটকে রেখে দেহব্যবসা শুরুর জন্য লাগাতার প্রস্তাব দিতে থাকে। নাবালিকা রাজি না হলে পরিচিত এক যুবককে দিয়ে ৩ দিন ধরে লাগাতার ধর্ষণ করায় তারা। সেকথা কোনও ভাবে বাড়ির লোককে জানান নাবালিকা। এর পর বহরমপুর থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। অভিযান চালিয়ে ২ মহিলা, এক নাবালিকা ও ১ যুবককে গ্রেফতার করেন আধিকারিকরা।
আরও পড়ুন - শপিং মলের ভিতরে কালো কাচে ঘেরা দোকান, তার মধ্যেই চলছিল সেই সব কাণ্ড, ধরল পুলিশ
তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িত। নাবালিকাকে ভিনরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। সেজন্য সম্ভবত মোটা টাকা পাওয়ার কথা ছিল তাদের। তাই এই কাজে বেপরোয়া হয়ে উঠেছিল তারা। এর আগে কতজনের সঙ্গে তারা এই কাজ করেছে ও সেই সব তরুণীরা কোথায় রয়েছেন তাও খতিয়ে দেখতে চাইছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।