বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক

তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক

প্রতীকি ছবি

শিশুকন্যার মা জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়ির সামনে খেলছিল তাঁর ৩ বছরের মেয়ে। তখনই তাকে তুলে নিয়ে যায় পাশের বাড়ির যুবক। শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় সে।

ফের রাজ্যে প্রতিবেশীর লালসার শিকার শিশুকন্যা। এবার ঘটনা মালদার হবিবপুরের। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসার জন্য নাবালিকাকে পাঠানো হয়েছে হবিবপুর গ্রামীণ হাসপাতালে।

শিশুকন্যার মা জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়ির সামনে খেলছিল তাঁর ৩ বছরের মেয়ে। তখনই তাকে তুলে নিয়ে যায় পাশের বাড়ির যুবক। শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় সে। এর জেরে শিশুটি কাঁদতে শুরু করে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীর বাড়িতে ছুটে যান মা। যুবককে হাতে নাতে ধরেন তিনি। ঘটনাস্থলে চলে আসেন প্রতিবেশীরাও। তারা যুবককে আটকে রাখেন। পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে আদালতের জরিমানা হল কাঁথির পুরপ্রধানের

এর পর প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। যুবকের কঠোর শাস্তি দাবি করেছেন প্রতিবেশীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

বন্ধ করুন