ভাঙড়ে পুলিশের উপর হামলার অভিযোগ। জুয়ার ঠেকে হানা দিয়েছিল পুলিশ। ভাঙড়ের শাকশহরে সেই জুয়ার ঠেকে কয়েকজনকে ধরপাকড় করা শুরু করতেই কলকাতা পুলিশের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। কয়েকজন পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে মারধর করা হয়। গোটা ঘটনায় শোরগোল পড়ে। দুজন পুলিশকর্মী জখম হয়েছেন। একজন কনস্টেবলের চোট লেগেছে। চারজন পুলিশকর্মী প্রাথমিকভাবে জখম হয়েছিলেন। তবে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
সূত্রের খবর, স্থানীয় এক তৃণমূল নেতার সামনেই পুলিশের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। পুলিশ দুজনকে আটক করার চেষ্টা করতেই হামলা। পুলিশের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এদিকে ধরপাকড় শুরু হতেই তাদের ছিনিয়ে নিয়ে চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। ভাঙরের বিধায়ক শওকত মোল্লা গোটা ঘটনার ব্যাপারে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে পুলিশের উপর একের পর এক হামলার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। সম্প্রতি মালদায় এক বিচারাধীন বন্দি পুলিশকে গুলি করে পালিয়েছিল বলে অভিযোগ। এবারে একেবারে ভাঙড়ে পুলিশের উপর হামলার অভিযোগ। গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। কারা রয়েছে এর পেছনে, কেন এভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।