বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ব্যাঙ্ক কর্মীকে রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, দাসপুরে চলল গুলি, তদন্তে পুলিশ

ব্যাঙ্ক কর্মীকে রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, দাসপুরে চলল গুলি, তদন্তে পুলিশ

তদন্ত শুরু করেছে পুলিশ।

আশঙ্কাজনক অবস্থায় ব্যাঙ্ক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে কার্তুজ, ধারালো ছুরি।

রাস্তায় ফেলে ব্যাঙ্ক কর্মীকে এলোপাথারি কোপ মারল ছিনতাইবাজরা। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায়। টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন ব্যাঙ্ক কর্মী। তখনই তাঁর উপর চড়াও হয় ছিনতাইবাজরা। টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন ওই ব্যাঙ্ক কর্মী। তখন চলে গুলিও। এমনকী রাস্তায় ফেলে ব্যাঙ্ক কর্মীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ব্যাঙ্ক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে কার্তুজ, ধারালো ছুরি।

ঠিক কী ঘটেছে দাসপুরে?‌ ব্যাঙ্ক সূত্রে খবর, এই ব্যাঙ্ক কর্মীর নাম প্রশান্ত খাঁড়া। গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন। অভিযোগ, হঠাৎই দাসপুরে বেশ কয়েকজন ছিনতাইবাজ তাঁদের উপর হামলা চালায়। এই ব্যাঙ্ক কর্মীর সঙ্গে আরও দু’‌জন ছিলেন। তাঁরাও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক মারফত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজ–ছুরি উদ্ধার করা হয়েছে। ব্যাঙ্ক কর্মী প্রশান্ত খাঁড়াকে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। মাটিতে ফেলে তিনজন ব্যাঙ্ক কর্মীকেই কোপানো হয়। তবে গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তখন চম্পট দেয় ছিনতাইবাজরা। টাকার ব্যাগটি নিয়ে পালাতে পারেনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বন্ধ করুন