শ্মশান থেকে পাম্প মেশিন চুরির অভিযোগ উঠল। অভিযোগ, শ্মশানের সাধুকে দুষ্কৃতীরা নেশায় বেহুঁশ করিয়ে আটকে রাখে। তারপর রাতের অন্ধকারে পাম্প মেশিন চুরি করে পালায়। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত রামপুরে অবস্থিত শ্বসানে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা শ্মশানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, অবিলম্বে চুরি হওয়া পাম্প মেশিন উদ্ধার করতে হবে। একইসঙ্গে, অপরাধীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। (আরও পড়ুন: SC-র বিচারপতি হিসেবে শপথ জাস্টিস বাগচীর, ক'দিনের মেয়াদে ২০৩১-এ CJI হবেন তিনি?)
আরও পড়ুন: বৈদ্যুতিক চুল্লির তার কেটে দিল ইঁদুর, দিনভর শবদাহ বন্ধ থাকল রতনবাবুর ঘাটে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার। বছরখানেক আগে শ্মশানে এই পাম্প মেশিন বসানো হয়েছিল। তপন থানার অন্তর্গত এই শ্মশানে আশেপাশের একাধিক গ্রামের মানুষজন শবদেহ দাহ করতে আসেন। এই পাম্পের সাহায্যে শ্মশান যাত্রীদের কথা মাথায় রেখে জল সরবরাহের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেহ চুল্লিতে দাহ করার পরে শ্মশান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই পাম্পের জল ব্যবহার করা হয়। সেই পাম্পটিই রবিবার চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে আরও তদন্তের দাবিতে মামলা শুনতে পারবে HC? বড় নির্দেশ SC-র)
জানা গিয়েছে, এই শ্মশানের দেখভাল করেন ওই সাধু। রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী শ্মশানে আসে। প্রথমে তারা সাধুকে জানায়, তাদের এক আত্মীয়ের শবদেহ দাহ করার জন্য তারা এসেছে। এই বলার পর তারা সাধুর সঙ্গে ভাব জমায় এবং নেশার ব্যবস্থা করে। তখন সাধুকে নেশায় বেহুঁশ করিয়ে তাকে আটকে রেখে পাম্প মেশিন চুরি করে পালায় দুষ্কৃতীরা। (আরও পড়ুন: শিয়ালদা থেকে উদ্ধার ৬টি বন্দুক, আট রাউন্ড গুলি, STF-এর জালে ১)
বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়রা শ্মশানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। এই অভিযোগে রামপুরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁরা অবিলম্বে চুরি যাওয়া পাম্প মেশিন উদ্ধার করার দাবি জানান। একইসঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে খবর পেয়ে সেখানে পৌঁছয় রামপুর ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ থাকে। পরে পুলিশ তাঁদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।