মালবাজারে দুর্গাপুজোর বিসর্জনের স্মৃতি ফিরল মেদিনীপুরে ছটপুজোর ঘাটে। মঞ্চের থাকা বিশিষ্ট অতিথিদের ওপর ভেঙে পড়ল মঞ্চের সামিয়ানা। রবিবার সন্ধ্যায় মেদিনীপুরের ডিএভি ঘাটে এই ঘটনার সময় মঞ্চে ছিলেন জেলাশাসক থেকে বিধায়ক। তবে ঘটনায় আঘাত লাগেনি কারও। তবে এই ঘটনায় প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
মেদিনীপুরে কংসাবতীর পাড়ে ডিএবি ঘাটে জনতা সেবা সমিতির ব্যানারে ছটপুজোর আয়োজন করেছিল পুরসভা। পুরো আয়োজনই ছিল পুরসভার উদ্যোগে। রবিবার বিকেলে সেখানে ছট ব্রতচারিনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার ও বিধায়ক জুন মালিয়া। মঞ্চ থেকে ছট পুজো করতে আসা জনতাকে শুভেচ্ছা জানান তাঁরা। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের সামিয়ানা। আসেপাশে উপস্থিত প্রশাসনের আধিকারিক ও যুবকরা কোনওক্রমে সেই সামিয়ানা ঠেলে উঁচু করেন। তার পর তার নীচ থেকে বেরিয়ে আসেন মঞ্চে থাকা বিশিষ্টজনেরা।
প্রাথমিক তদন্তে অনুমান, বালি মাটির ওপর মঞ্চ তৈরি করায় কোনও ভাবে মাটি সরে বিপত্তি হয়েছে। এই ঘটনায় যদিও কেউ আহত হননি। তবে ঘটনার সময় ছটের ঘাট ছিল ভিড়ে ঠাসা। ফলে বিপত্তির আশঙ্কা ছিল। এব্যাপারে জুন মালিয়া বলেন, এসব জিনিস তো আগে থেকে অনুমান করা যায় না। মানুষ মাত্রই ভুল হয়।