আবার জেলার যুবকরা ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হলেন। মালদার তিন যুবক সম্পর্কে এই তথ্যই সামনে এসেছে। নিখোঁজ তিন যুবকের পরিবার এই অভিযোগ করেছেন। এই তিন যুবকের এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না। ফলে দুশ্চিন্তায় পড়েছেন নিখোঁজ যুবকদের পরিবার। উত্তরপ্রদেশের কানপুর, নয়াদিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়েছিলেন মালদার তিন যুবক। কিন্তু খোঁজ মিলছে না। এদের মধ্যে একজন মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায় পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায়। বাবা মারা গিয়েছেন। তাই পরিবারের সমস্ত দায়িত্ব এখন তাঁর কাঁধে। তাই ভিন রাজ্যে পাড়ি দেন। গত ১৫ দিন আগে বিহারের পাটনায় কাজে যান তিনি। আর পরিবারের দাবি, সেখানে কাজ করার সময় তাঁর মোবাইল ফোন খোয়া যায়।
এদিকে গত শনিবার বাড়ি ফিরে আসার কথা জানান শিবাই। কিন্তু চার দিন কেটে গেলেও এখনও কোনও খোঁজ নেই শিবাই রায়ের। তাই দুশ্চিন্তায় পড়েছে গোটা পরিবার। একমাত্র রোজগেরে ছেলে নিখোঁজ হওয়ায় মনে কু–ডাকছে পরিবারের সদস্যদের। শিবাই রায়ের পরিবারের দাবি, এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করতে গেলে তা নেওয়া হয়নি। কারণ যেখানে ঘটনা ঘটেছে, সেখানে অভিযোগ জানাতে হবে বলে পুলিশ তাঁদের জানিয়ে দিয়েছে। তাই দিশাহারা ওই পরিবার। নিখোঁজ হওয়া যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অধিবিন্দ দাস।
আরও পড়ুন: ‘জেলায় পুলিশ নিজেকে সর্বেসর্বা মনে করে’, জোর ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
অন্যদিকে একইরকম খবর আরও মিলেছে। মালদার মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা উত্তরপ্রদেশের কানপুরে কাজে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গত ১৯ এপ্রিল ১০ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার জন্য রওনা দেন ইন্দ্রনীল। কানপুরের গঙ্গাঘাট বাসস্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনেও আসেন ওই যুবক। তখন মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় তাঁর। তারপর থেকে নিখোঁজ ইন্দ্রনীল বলে অভিযোগ। পরিবারের সদস্যরা ইন্দ্রনীলের হদিশ পেতে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও কোনও সহযোগিতা মেলেনি বলেই অভিযোগ। একমাস কেটে গেলেও খোঁজ নেই যুবক ইন্দ্রনীলের।
এখানেই শেষ নয়, মালদার রতুয়ার পুখুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল গত একমাস আগে নয়াদিল্লিতে কাজের জন্য যান। কিন্তু আইবুলের সহকর্মীরা বাড়ি ফিরে আসলেও খোঁজ পাওয়া যাচ্ছে না আইবুলের। এই তিনটি নিখোঁজের ঘটনাই মালদা জেলার যুবকদের সঙ্গে ঘটেছে। এটাই এখন সবাইকে ভাবাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। তাই বাইরে কাজ করতে যেতে হচ্ছে জেলার যুবকদের। তাতেই এমন ঘটনা ঘটছে। আর বিজেপির দাবি, এই রাজ্য সরকার কাজ দিতে ব্যর্থ।