দিন কয়েক আগেই আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টারকে ঘিরে সরগরম হয়ে উঠেছিল রাজনীতি। এবার বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার নামে পড়ল নিখোঁজ পোস্টার। এ নিয়ে পূর্ব বর্ধমানে তৈরি হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
এস এস আলুওয়ালিয়ার ছবি দিয়ে পোস্টারে বড় করে লেখা রয়েছে ‘নিখোঁজ সন্ধান চাই।’ বর্ধমান-২ ব্লকের বামচাঁদাইয়ের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এই পোস্টার দেখা যায়। পোস্টারে কোনও রাজনৈতিক দলের নাম না থাকলেও সোমবার এই পোস্টার ঘিরে সড়গরম হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের রাজনীতি। পোস্টারে আরও লেখা রয়েছে, ‘বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ এস এস আলুওয়ালিয়া নিখোঁজ। যদি কোনও সহৃদয় ব্যক্তি ওনাকে দেখতে পান তা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বর্ধমান-দুর্গাপুর লোকসভার জনগণ অপেক্ষায় রইল।’
নিখোঁজ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, লোকসভা ভোটের পর থেকে সাংসদকে সেভাবে আমরা এলাকায় দেখিনি। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বর্ধমান সদর জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন কুমার সাউ। তিনি বলেন, ‘আমাদের সাংসদকে ২৪ ঘণ্টা যে কোনও সময় পাওয়া যায়। উনি ফোনে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তৃণমূল ও সিপিআইএম যৌথ উদ্যোগে এইসব কাজ করেছে বলে তার দাবি। অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘তৃণমূল এরকম নোংরা রাজনীতি করে না।’ পাল্টা তিনি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন।