সম্প্রতি নিখোঁজ পোস্টার হয়েছে রাজনীতি। এবার রাজনীতির আঙিনা পেরিয়ে নিখোঁজ পোস্টার পড়ল বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের বিরুদ্ধে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ নব সংগঠিত মণিন্দ্রচন্দ্র পিজি ক্যাম্পাসে এই নিখোঁজ পোস্টার করেছে। পড়ুয়ারা এই নিখোঁজ পোস্টার লাগিয়েছেন। তাঁদের অভিযোগ, উপাচার্য ড. মিতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ে দেখতেই পাওয়া যায় না। তাই তাঁর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছে।
পোস্টারে উপাচার্যের ছবির নিচে লেখা রয়েছে ‘নিখোঁজ’। ছাত্রদের কথায়, মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জেলা। এই জেলায় সমস্ত কিছু থাকলেও বিশ্ববিদ্যালয়ের অভাব ছিল। তবে বছর কয়েক আগে সেই সমস্যা মিটেছে। সম্প্রতি উপাচার্য পরিবর্তন হওয়ার পরে নব নিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে দেখাই পাওয়া যায় না। পঠন পাঠনের সমস্যা কিছু হলে অথবা অফিসিয়ালি কোনও দরকার থাকলে বিপদে পড়তে হয় ছাত্রদের। রেজিস্ট্রার এবং উপাচার্যের চেয়ার সব সময় খালি থাকে। মাসে কখনও কখনও তাদের দেখা মেলে। এই নিয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে ছাত্রদের। তাই তাঁরা অভিনব উদ্যোগে পোস্টার লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, রেজিস্ট্রার এবং উপাচার্যকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে।
পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকার ফলে তাঁদের বিভিন্ন রকম কাজে সমস্যা হয়। সপ্তাহর পর সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও তাদের সমস্যার সমাধান হয় না। তাই তাঁরা চাইছেন যেন নিয়মিত উপস্থিত থাকেন উপাচার্য। পঠনপাঠনের বিষয় নিয়ে যে সমস্যা তৈরি হয় সেগুলি যাতে তাঁকে জানাতে পারেন পড়ুয়ারা।