বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পুকুরের মধ্যে পুকুর কেটেছেন, আগে টাকার হিসাব দিন, মমতাকে পালটা মিঠুনের

পুকুরের মধ্যে পুকুর কেটেছেন, আগে টাকার হিসাব দিন, মমতাকে পালটা মিঠুনের

বুধবার পুরুলিয়ায় মিঠুন চক্রবর্তী।

এদিন মিঠুন মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে বলেন, ‘ঘরে ঘরে বাংলার আবাস যোজনা নামে পোস্টার দিয়েছেন। টাকা কাকে পাঠাবে? আমি বলছি, কেন্দ্র বলছে আগে টাকার হিসাব দিন।

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির প্রচারে রাজ্যে এসে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের জবাব দিলেন মিঠুন চক্রবর্তী। বুধবার পুরুলিয়ার বিজেপি সভা থেকে মিঠুন বলেন, ‘আগে হিসাব দিন, তার পর পয়সা পাবেন।’

বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে রাজ্যের ওপর আর্থিক অবরোধ চাপানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিচ্ছে না তারা। আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা পাচ্ছে না রাজ্য। মমতার দাবি ছিল, রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকাই রাজ্যকে ফেরত দেয়। তাহলে কেন হিসাব দিতে হবে কেন্দ্রকে।

এদিন মিঠুন মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে বলেন, ‘ঘরে ঘরে বাংলার আবাস যোজনা নামে পোস্টার দিয়েছেন। টাকা কাকে পাঠাবে? আমি বলছি, কেন্দ্র বলছে আগে টাকার হিসাব দিন। হিসাব না দিলে পয়সা দেব কী করে? এই টাকা আমার – আপনার টাকা। হিসাব দিতেই হবে।’

তিনি আরও বলেন, ‘ধরুন আপনি রামকে টাকা দিয়ে দোকানে পাঠিয়েছেন। ফেরার পর হিসাব চাইলে সে বলল হিসাব শ্যাম জানে। আপনি তো তার পর রামের টাকা শ্যামকে দিতে পারবেন না।’ তাঁর মতে, ‘এতে একটা জিনিস স্পষ্ট হয়েছে। রাজ্যে যা হচ্ছে কেন্দ্রের টাকাতেই হচ্ছে।’

মিঠুনের অভিযোগ, ১০০ দিনের কাজের প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে লোক এসেছে। তারা সব তথ্য খুঁটিয়ে দেখছে। পুকুরের মধ্যে পুকুর কাটতে দেখেছেন কখনও? এ শুধু পশ্চিমবঙ্গেই সম্ভব।

 

 

বন্ধ করুন