রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে ফের সরব হলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রবিবার হুগলির মশাটে এক জনসভা থেকে ‘কাটমানির বিরুদ্ধে বাঘ হয়ে রুখে দাঁড়াব’ বলে হুঙ্কার ছাড়েন তিনি। দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতলে রাজ্যের প্রতিটি কাঁচা বাড়ি পাকা করার দায়িত্ব তাঁর।
এদিন মিঠুন চক্রবর্তীর সভা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অন্যান্য জায়গার মতো এখানেও মিঠুনের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সভায় বলতে উঠে প্রথমে মানুষের অভিযোগ শোনেন মিঠুন। এর পরই তিনি তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। বলেন, ‘কেন্দ্র যে টাকা দেয় তার থেকেও এরা কাটমানি খায়। এরা ঘর কী বাথরুমও তুলে নিয়ে যাচ্ছে। একবার বিজেপিকে বিশ্বাস করে ভোট দিন। আর সেটা হবে না। বাঘের মতো দাঁড়িয়ে থাকব।’
বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘হিন্দু - মুসলমান যে ধর্মের মানুষ হোন না কেন, পঞ্চায়েত ভোটে বিজেপি নিয়ে আসুন। যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকা বাড়ি করে দেখাব। এই দাদা কথা দিচ্ছে। একবার বিজেপিকে সুযোগ দিন।’