গ্রামের বাড়িতে ভাইফোঁটার আনন্দে মাতলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। শনিবার দামোদরের তীরে বড়ড্যাং গ্রামের সাধারণ মানুষের সঙ্গে দিনটি উজ্জাপন করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রাদেবী। আদিবাসী সমাজের মাদলের তালে কোমর দোলাতেও দেখা যায় তাঁকে।
আসানসোলের বড়ড্যাং গ্রামে পৈত্রিক বাড়ি অগ্নিমিত্রার। সেখান থেকেই তাঁর যাত্রা শুরু। নির্বাচনী লড়াইয়ে নামার পর থেকে বারবার সেখানে দেখা গিয়েছে তাঁকে। ভাইফোঁটায় সেই পৈত্রিক গ্রামে ফিরলেন তিনি। গ্রামবাসীদের ভাইফোঁটায় শুভেচ্ছা জানালেন পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা। চলে শুভেচ্ছা বিনিময়।
এর পর আদিবাসী নৃত্যের সঙ্গে পা মেলান বিধায়িকা। আদিবাসী রমণীদের শাড়ি - মিষ্টি বিতরণ করেন তিনি।
২০২১-এর বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে প্রায় ৫ হাজার ভোটে পরাজিত করেন অগ্নিমিত্রা। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রাদেবীর রাজনীতিতে উত্থান উলকাসম। হাজার ব্যস্ততার মধ্যেও নিজের গ্রামকে ভোলেননি তিনি।