বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > MLA Biswajit Das: ‘ঝাঁটা পেটা করা হবে’, BJP-কে বেনজির আক্রমণ বাগদার দলবদলু বিধায়কের

MLA Biswajit Das: ‘ঝাঁটা পেটা করা হবে’, BJP-কে বেনজির আক্রমণ বাগদার দলবদলু বিধায়কের

বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস

বিশ্বজিৎ দাসের কথায়, বিজেপি জায়গায় জায়গায় তৃণমূলকে চোর সাজানোর চেষ্টা করছে। এই আবহে গেরুয়া শিবিরকে ঝাঁটা পেটা করার হুঁশিয়ারি দিলেন বিধায়ক।

বিজেপির প্রতীকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। পরে অবশ্য ‘পুরোনো’ দল তৃণমূলে ফিরে যান। তবে খাতায় কলমে এখনও তিনি বিজেপির বিধায়ক। দলবদলের জন্য তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে বিজেপি। এহেন বিশ্বজিৎ দাসই এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন। তাঁর কথায়, বিজেপি জায়গায় জায়গায় তৃণমূলকে চোর সাজানোর চেষ্টা করছে। এই আবহে গেরুয়া শিবিরকে ঝাঁটা পেটা করার হুঁশিয়ারি দিলেন বিশ্বজিৎ।

বাগদার বিধায়ক বলেন, ‘কারও নামে অভিযোগ ওঠা মানেই তিনি অপরাধী, এমন কথা বলার অনুমতি আইনে নেই।’ এদিকে রাহুল সিনহাকে ‘অপদার্থ নেতা’ বলে কটাক্ষ করেন বিশ্বজিৎ। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর বাগদা ব্লকের বেয়াড়া বাজারে সভা করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সেই সভারই পালটা সভা করেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজিত সভায় বিরোধী শিবিরকে তুলোধনা করেন বিশ্বজিৎ।

বিশ্বজিৎ সভায় বলেন, ‘রাহুল সিনহার মতো একজন অপদার্থ নেতা বলছেন তৃণমূল কংগ্রেস চোর। আমিও এলাকার লোকজনের কাছে আবেদন করি, যদি কেউ ভোটের আগে এলাকায় এসে শান্ত পরিস্থিতিকে উত্তেজিত করে তুলতে চায়, কোথাও তৃণমূলকে চোর সাজানোর চেষ্টা করা হয়, তাহলে ঝাঁটা পেটা করবেন। বাগদা থেকে ভারতীয় জনতা পার্টিকে ঝাঁটা পেটা করার কাজ শুরু হবে। সবকিছুর সীমা থাকা উচিৎ।’

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ বলেন, ‘রাহুল সিনহা এলাকায় উত্তেজনা ছড়াতে এসেছিলেন। আজ তৃণমূলের সভায় হাজার হাজার মানুষ এসে রাহুল সিনহার প্রতিবাদ করলেন। কুরুচিকর কথা বলে ভোটের রাজনীতি করে লাভ হবে না। আমরাও ঠিক করে নিয়েছি, আজকের পর থেকে কোথাও কুরুচিকর কথাবার্তা বলতে এলে তার প্রতিবাদ করা হবে। আমাদের দলের শিষ্টাচার, শালীনতা রয়েছে। তবে বিজেপি যে ভাষায় কথা বললে বুঝবে, কর্মীদের সে ভাষায় কথা বলতে বলা হয়েছে।’

বন্ধ করুন