ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সরকারি সদস্য হিসেবে সদ্য দায়িত্ব পেয়েছেন নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু। দায়িত্ব পেয়ে হাসপাতালের রোগীদের খাবারের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক। কার্যত ধমকের সুরে হাসপাতালে খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে রোগীদের ভালো খাবার পরিবেশন করার নির্দেশ দেন দুলাল মুর্মু।
আরও পড়ুন: হাসপাতালে মাছের বদলে রোগীদের দেওয়া হচ্ছে পচা ডিম! আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনে যান সদ্য দায়িত্ব পাওয়া রোগী কল্যাণ সমিতির সদস্য। তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা, অতিরিক্ত সুপার ইন্দ্রনীল সরকার। এদিন মহিলা ওয়ার্ডে পরিদর্শন করতে গিয়ে বিধায়ক দেখেন দুপুরের খাবার রোগীদের পরিবেশন করা হচ্ছে। খাবারের রয়েছে সামান্য ভাত, হলুদ রঙের ডাল, গুঁড়ো মাংস আর মশলা ছাড়াই তরকারি। সেই খাবার বিধায়ককে দেখিয়ে রোগীরা অভিযোগ তোলেন। তাদের বক্তব্য, অল্প ভাত তার উপর এরকম তরকারি তাদের খেতে সমস্যা হচ্ছে। তখন খাদ্য সরবরাহ সংস্থার ওই কর্মীকে হাসপাতালের খাবারের তালিকা দেখিয়ে কার্যত ধমক দেন বিধায়ক। তিনি বলেন, এইটুকু ভাতে পেটে ভরবে না। ভালো চালে রান্না করতে হবে। ভালো তরকারি দিতে হবে। তা না হলে এজেন্সিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। হাসপাতাল বদমাইশির জায়গা নয়। এখানে এসব চলবে না। রোগীদের খাবারের তালিকা উল্লেখ করে বিধায়ক বলেন, ৪০০ গ্রাম করে ভাত, ১০০ গ্রাম করে ডাল এবং ২৫০ গ্রাম করে সবজি দিতে হয় রোগীদের। কিন্তু, তা দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, খাবারের মান নিয়ে বিধায়কের সামনে এমএসভিপি এবং অতিরিক্ত সুপারও অভিযোগ স্বীকার করেছেন। তারা জানিয়ে দেন, তারাও স্বাস্থ্য ভবনের কাছে এ নিয়ে একাধিকবার জানিয়েছেন। কিন্তু, সুরাহা হয়নি। পরিদর্শন শেষে বিধায়ক বলেন, যে হিসেবে খাবার দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর যে পরিষেবাগুলি রয়েছে সেগুলি রোগীরা পাচ্ছে না। ওই এজেন্সিকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে খাদ্যের গুণগত মান ঠিক না হলে এজেন্সিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। যদিও এজেন্সির বক্তব্য, রাজ্য সরকারের তরফে তাদের যে পরিমাণ টাকা বরাদ্দ করা হচ্ছে তা যথেষ্ট নয়। এই টাকা বাড়ানোর জন্য ইতোমধ্যেই হাইকোর্টে মামলা করা হয়েছে। সেই মামলা চলছে। রাজ্য সরকার টাকা বাড়ানোর বিষয়ে কিছু জানায়নি। ফলে এই টাকায় রোগীদের তিন বেলা যে মানের খাবার দেওয়া হচ্ছে তা যথেষ্ট।