তিন দশক পর ওপার বাংলায় পা রাখলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহুদিন পর বাংলাদেশ সফরে গিয়ে কখনও মৈত্রী এক্সপ্রেসের পাশে ছবি তুলেছেন, কখনও বা কক্সবাজারের সমুদ্রতটে। সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে। আর তার সঙ্গেই হুমায়ুনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন এক বিতর্ক।
আরও পড়ুন: অভিষেকের মুখোমুখি হচ্ছেন ‘অভিমানী’ হুমায়ুন, ক্যামাক স্ট্রিটে যোগ দেবেন বৈঠকে
বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুন কবির এমন এক মন্তব্য করেছেন যা রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। সম্প্রতি নয়াদিল্লির তরফে প্রকাশিত হয়েছিল একটি ‘রিপোর্ট কার্ড’, যেখানে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকার গঠনের সময় বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের উপর নানারকম নির্যাতন ও আক্রমণের ঘটনা ঘটেছে। কিন্তু সেই দাবির বিপরীতে গিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে হিন্দুরা খুব ভালো আছেন। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো। হিন্দুদের উপর অত্যাচারের যে খবর প্রচার করা হচ্ছে, তা পুরোপুরি ভুল।
তাঁর কথায়, তিনি ঢাকাতেও পুজো দেখেছেন, কক্সবাজারেও দেখেছেন। খুব সুন্দরভাবে দুর্গাপুজো হয়েছে সর্বত্র। এছাড়াও তিনি জানান, পদ্মা সেতু ঘুরেছেন, বোটে চেপেছেন, মানুষজন খুব আন্তরিক। এখানে ধর্মীয় ভেদাভেদ দেখেননি। বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। মুর্শিদাবাদের কংগ্রেস নেতা জয়ন্ত দাস কটাক্ষ করে বলেন, তিনি হয়তো মহম্মদ ইউনুসের ডাকে বাংলাদেশে গিয়েছেন। কিন্তু মাথার অসুখ এখনও সারেনি। বাংলাদেশের বাস্তব অবস্থা নিয়ে ওনার কোনও ধারণাই নেই। হয়তো কোনও প্রলোভনে এমন মন্তব্য করেছেন।
তবে হুমায়ুনের এই বক্তব্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। তবে এনিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে কেন্দ্র ও বিভিন্ন আন্তর্জাতিক মহল যেখানে উদ্বেগ প্রকাশ করেছে, সেখানে রাজ্যের এক বিধায়কের বিপরীত মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিরোধীরা।