বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অনলাইন ক্লাসের জন্য Mobile! তাতে চুটিয়ে প্রেম, পালিয়ে বিয়ে বালুরঘাটের ২ ছাত্রীর

অনলাইন ক্লাসের জন্য Mobile! তাতে চুটিয়ে প্রেম, পালিয়ে বিয়ে বালুরঘাটের ২ ছাত্রীর

অনলাইনে ক্লাসের জন্য কেনা মোবাইলে চুটিয়ে প্রেম, তারপরে বিয়ে। প্রতীকী ছবি (Getty Images) (HT_PRINT)

কাল হল ফোনটাই। হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাড়ির লোকজন। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা করার জন্য তাদের ফোন কিনে দিয়েছিলেন বাড়ির লোকজন। সেই ফোন একেবারে কাছছাড়া করত না তারা। আর সেই ফোনে থাকা ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে আলাপ হয় মালদার দুই যুবকের। 

অনলাইন ক্লাসের জন্যই পরিবারের সদস্যরা মোবাইল কিনে দিয়েছিলেন। তবে তাতে ক্লাস তো হয়েছেই। তার সঙ্গেই তাতে চুটিয়ে প্রেমও হয়েছে পুরোদমে। আর তারই পরিণতিতে একেবারে বাড়ি থেকে পালিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়ল দুই ছাত্রী। বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দুই ছাত্রীর কাণ্ডকারখানায় হতবাক হয়ে গিয়েছেন পরিবারের লোকজন। একজন অষ্টম শ্রেণির ছাত্রী, বয়স ১৪ বছর। অপরজন দ্বাদশ শ্রেণির ছাত্রী। বয়স ১৮ বছর।

এদিকে করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা করার জন্য তাদের ফোন কিনে দিয়েছিলেন বাড়ির লোকজন। সেই ফোন একেবারে কাছছাড়া করত না তারা। আর সেই ফোনে থাকা ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে আলাপ হয় মালদার দুই যুবকের। ফোনের মাধ্যমেই চলত তাদের কথোপকথন। মাঝেমধ্যে কয়েক ঘণ্টার রাস্তা পেরিয়ে বালুরঘাটে দেখা করে যেত ওই দুই বন্ধু। বুধবার সকালে দুই বান্ধবী ব্যাঙ্কে যাওয়ার নাম করে সেই যে বাড়ি থেকে বের হল । আর ফেরার নাম নেই। পরে পরিবারের লোকজন জানতে পারেন, তারা নাকি বিয়ে করে ফেলেছে।

পরিবারের লোকজন মেয়েদের খোঁজ না পেয়ে বালুরঘাট থানায় অভিযোগ জানিয়েছিল। এরপর ফোনের সূত্র ধরেই তাদের খোঁজ পায় পুলিশ। দুজনেই মালদায় ছিল। তাদের আপাতত উদ্ধার করে আনা হয়েছে। পরিবারের আফশোস ফোনটাই কাল হয়ে গেল। ক্লাসের ফাঁকে কখন যে প্রেম জমে উঠত তা টেরই পাননি কেউ। 

 

বাংলার মুখ খবর

Latest News

‘লক্ষ্মী এসেছে…’, দীপিকা মেয়ের জন্মের সুখবর দিতেই যা করলেন প্রাক্তনের বউ আলিয়া! আরজি করের ৮ তলার অব্যবহৃত লিফট ঘিরে এবার তৈরি হচ্ছে রহস্য, বড় দাবি রিপোর্টে কলকাতার নিউটাউনে আকাশছোঁয়া অফিস খুলল JSW, অপূর্ব তার রূপ, বিরাট পরিকল্পনা AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.