বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরে বাঁদরের তাণ্ডব, নিরাপত্তা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরে বাঁদরের তাণ্ডব, নিরাপত্তা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

বাগডোগরা বিমানবন্দর। ফাইল ছবি।

বাগডোগরা বিমানবন্দরের সিনিয়ার ম্যানেজার সুভাষচন্দ্র বসাক বলেন, ৫০ থেকে ৬০টি বাঁদরের একটি দল বিমানবন্দরের বাইরে, এমনকি ভিতরেও তাণ্ডব চালাচ্ছে। একাধিক সিসিটিভি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এর মাধ্যমে নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। ইন্টারনেট ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

টানা কয়েকদিন ধরে বাগডোগরা তাণ্ডব চালাচ্ছে বাঁদর। বিমানবন্দরের বাইরে তো বটেই এমনকি ভিতরেও উৎপাত চালাচ্ছে বাঁদরের দল। একাধিক সিসিটিভি ভেঙে দিয়েছে, পাশাপাশি বিদ্যুতের তার সিসিটিভির তার, এমনকি টেলিফোনে তারও ছিঁড়ে দিয়েছে। এমন অবস্থায় বিমানবন্দরের নিরাপত্তা তো বটেই পরিষেবা স্বাভাবিক রাখা নিয়েও চিন্তিত বিমানবন্দর কর্তৃপক্ষ।

বাগডোগরা বিমানবন্দরের সিনিয়ার ম্যানেজার সুভাষচন্দ্র বসাক বলেন, ৫০ থেকে ৬০টি বাঁদরের একটি দল বিমানবন্দরের বাইরে, এমনকি ভিতরেও তাণ্ডব চালাচ্ছে। একাধিক সিসিটিভি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এর মাধ্যমে নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। ইন্টারনেট ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরকম চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। বাঁদরের তাণ্ডবে বিমানবন্দরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশপাশি পরিষেবাও ব্যহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিমান বন্দর সূত্রের খবর, বাঁদরগুলি আগ্নেয়াস্ত্র দেখেও ভয় পাচ্ছে না। সিআইএসএফ কর্মীরা আগ্নেয়াস্ত্র দেখাচ্ছেন। কিন্তু, তাতে কিছুই হচ্ছে না।

এবিষয়ে বনবিভাগের বাগডোগরার রেঞ্জ অফিসার সমীরণ রাজ বলেছেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা নেব।’ একইসঙ্গে তিনি বাঁদরদের খবর না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, খাবারের লোভে বাঁদর সেখানে যাচ্ছে। খাবার না পেলে আর যাবে না। শুধু বিমান বন্দর কর্তৃপক্ষ নন, বাগডোগরার বাসিন্দারাও বাঁদররের তাণ্ডবে তটস্থ। কখনও জলের পাইপ ভেঙে দিচ্ছে আবার কখনও বাড়ির ছাদে উঠে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। পাশপাশি ঘরে ঢুকেও তাণ্ডব চালাচ্ছে।

বন্ধ করুন