বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিমল বিরোধী আওয়াজ জোরালো হচ্ছে পাহাড়ে, কালিম্পংয়ে বিরাট মিছিলে ইঙ্গিত

বিমল বিরোধী আওয়াজ জোরালো হচ্ছে পাহাড়ে, কালিম্পংয়ে বিরাট মিছিলে ইঙ্গিত

বিমল গুরুং (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

দার্জিলিংয়ের পর এবার কালিম্পংয়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল৷

বিমল গুরুং ভেবেছিলেন তাঁর আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই পাহাড়বাসী গান ধরবে, ‘‌তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি.............‌।’‌ কিন্তু বিষয়টা একদমই সেরকম হয়নি। বরং দার্জিলিংয়ের পর এবার কালিম্পংয়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল৷ বিমল গুরুংয়ের বিরুদ্ধে কালিম্পং শহরে বিরাট মিছিল করলেন বিনয় তামাং, অনীত থাপার সমর্থক মোর্চা কর্মীরা। এখান থেকেই বুঝতে অসুবিধা হচ্ছে না যে, বিমলকে মেনে নিতে রাজি নয় তামাং–থাপারা। একইসঙ্গে পাহাড়ে শুরু হয়ে গিয়েছে নানা ধরনের বিক্ষোভ, মিছিল এবং কর্মসূচি। এভাবেই বিমল বিরোধী হাওয়া জোরালো করা হচ্ছে।

মিছিল থেকে পাহাড়ে বিমল গুরুংয়ের বিরুদ্ধে ফের আওয়াজ তোলা হয়েছে। মিছিলে যোগদানকারীদের দাবি, বিমল পাহাড়ে ফিরে এলে নতুন করে অশান্তির কালো মেঘ দেখা দেবে। ২০১৭ সালের আন্দোলনে প্রাণ, সম্পত্তির নষ্টের হিসেব চুকিয়ে তবেই বিমলকে পাহাড়ে আসতে হবে। কালিম্পং মেলা গ্রাউন্ড থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর ঘুরে ডম্বরচকে এসে শেষ হয়। সেখানে সভাও করেন মোর্চা কর্মীরা। সেখানে কেউ বিমলকে খাল কেটে ডেকে নিয়ে আসার পক্ষে মত দেননি। বরং বিমলকে কোণঠাসা করে দেওয়ার বার্তাই এখান থেকে উঠে এসেছে।

যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ–সচিব ইমন চামলিং বলেন, ‘পাহাড় এখন শান্ত রয়েছে। শান্ত থাকুক, এটাই পাহাড়বাসী চান। আর বিমল গুরুংয়ের লোকজন তা চান না। আবার অশান্তির মেঘ পাহাড়ে জমছে। তার বিরুদ্ধে সবাইকে এবার একজোট হয়ে সরব হতে হবে।’ বিমলের কর্তৃত্ব অনেকেই মেনে নিতে রাজি নন। সেই বার্তা দিতেই পাহাড়ে এখন এই মিছিল, বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

উল্লেখ্য, তিন বছর আত্মগোপন করে থাকার পরে ২১ অক্টোবর কলকাতায় আত্মপ্রকাশ করেন বিমল গুরুং। ঘোষণা করেন তৃণমূলকে সমর্থনের কথাও। তার পরদিন থেকেই পাহাড়ে বিমলের সমর্থনে তাঁর সমর্থকেরা সরব হতে থাকেন। পোস্টার দিয়ে বিমলকে পাহাড়ে স্বাগত জানানোর কথা বলা হয়। তার পরেই আসরে নামেন বিনয়–অনীতের সমর্থকেরা। দার্জিলিং চকবাজার বিমলের পতাকা আবার সরিয়ে দেওয়া হয়। ২৫ অক্টোবর প্রথম বিমল–বিরোধী মিছিল হয় দার্জিলিংয়ে। এবার একই মিছিল হল কালিম্পংয়ে।

মোর্চা কর্মীরা জানান, ২০১৭ সালে বিনয় তামাং, অনীত থাপা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তা আজ প্রমাণিত। পাহাড়ের শান্তি, বিকাশ, উন্নয়ন এবং ভবিষ্যতের কথা ভেবে তাঁরা ওই কাজ করেছিলেন। বিমল তখন এদের বিশ্বাসঘাতক বলেছিলেন। এখন বাড়ি ফেরার জন্য উল্টো কথা বলে তৃণমূলের পাশে এসেছেন। এখন পাহাড়জুড়ে দুই গোষ্ঠীর পৃথক রাস্তা কাঞ্চনজঙ্ঘা হয়ে ডেলো ছাড়িয়ে কোনদিকে যায় সেটাই দেখার।

 

বাংলার মুখ খবর

Latest News

কবে কলেজের ক্লাস শুরু হবে? উচ্চমাধ্যমিকের রেজাল্টের আগেই নির্দেশ এল UGC থেকে শনি দোষ ও ঋণ থেকে মুক্তি পেতে হনুমান জন্মোৎসবে করুন এই সহজ কাজ, মিটবে সব বাধা ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, গবেষক ছাত্রকে ২ বছরের জন্য সাসপেন্ড করল TISS কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত তামিলনাড়ুতে ১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ, পুনর্নির্বাচনের দাবি BJP সভাপতির ফাওয়াদ-রাহাত ফতেহ আলির সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানে পার্টি মুডে মুমতাজ, দেখুন ছবি সার্ফ জলে গুলে জ্যুস বানায় খুদে, ভিড়মি খেলেন সৌরভ দাদাগিরিতে, মুখে দিলেন? বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে কোনও কথা খরচ করলেন না মুখ্যমন্ত্রী, নেপথ্য কারণ কী?‌ 'ভীষণ খুশি...' রাতুল-রূপাঞ্জনাকে শুভেচ্ছা ইশার, টলিউডের কারা এলেন বিয়েতে?

Latest IPL News

কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.