একে লাগাতার বর্ষণে থই থই উত্তরবঙ্গ। নদী-নালা বইছে দুকুল ছাপিয়ে। এর মধ্যে আরও বর্ষণের সতর্কতা জারি করল হাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত নাগাড়ে বর্ষণ চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।
পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে তরাই-ডুয়ার্স সহ গোটা উত্তরবঙ্গে ভারী থেক অতিভারী বর্ষণ হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি তো হবেই। বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়।
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। যার ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে।
মঙ্গলবার রাতের প্রবল বর্ষণে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ইতিমধ্যে জলের তলায়। বুধবার সকালে ডুয়ার্স লাইনে হাতিনালায় রেল লাইনের ওপর দিয়ে জল বইতে থাকে। যার ফলে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বানারহাট থেকে রেলকর্মীরা গিয়ে রেললাইন মেরামতির কাজ শুরু করেছেন। এর জেরে ডুয়ার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ডুডুয়া নদীর জল বাড়ায় প্লাবিত হয়েছে কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লক ও ফুলবাড়ি গ্রামপঞ্চায়েতের বিস্তীণ এলাকা।
পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও ব্যাপক বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে কলকাতাতেও।