নবম পর্যায়ের দুয়ারে সরকার শেষ হয়েছে শনিবার। তাতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে বিভিন্ন শিবিরে। শেষ দিনেও বহু শিবিরে একাধিক প্রকল্পের সুবিধা পেতে আবেদনের জন্য মানুষের ভিড় দেখা গিয়েছে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এবারের দুয়ারে সরকারের শিবিরগুলিতে হাজির হয়েছিলেন ১ কোটিরও বেশি মানুষ। যার মধ্যে ৬৩ লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন এবং ৩৭ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। রাজ্য সরকারের শ্রম দফতরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এছাড়াও, লক্ষ্মীর ভাণ্ডারে কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে।
আরও পড়ুন: প্রথমদিনেই বড় রেকর্ড করে ফেলল দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশি ভিড়
দুয়ারে সরকারের শেষ দিনে বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি এদিন রাজারহাটে দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শন করেন। ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল নবম পর্যায়ের দুয়ারে সরকার। শেষ হয়েছে শনিবার। রাজ্য সরকারের নির্দেশ রয়েছে, দ্রুত এই সব আবেদনের ভিত্তিতে পরিষেবা প্রদান করতে হবে। যে সমস্ত আবেদন জমা পড়েছে তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে পরিষেবা প্রদান করতে হবে। সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তথ্য অনুযায়ী, এবারের দুয়ারে সরকারে ৩ লক্ষের বেশি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ২ কোটি ২১ লক্ষ মহিলা। এর পাশাপাশি পাহাড়ে এবার অন্যান্য বারের চেয়ে লক্ষ্মী ভাণ্ডারে বেশি আবেদন জমা পড়েছে। যে সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর পাশাপাশি ১ লক্ষের বেশি বার্ধক্য ভাতার জন্য আবেদন জমা পড়েছে। সরকারি অন্যান্য প্রকল্পের মধ্যে স্বাস্থ্য সাথীতে আবেদন জমা পড়েছে ২ লক্ষের বেশি। অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যের সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে।
উল্লেখ্য, এবারও দুয়ারে সরকারে ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই সংখ্যাটা হল ৬৭ শতাংশ। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। অন্যান্যবারকে পিছনে ফেলে এবার প্রতি সেকেন্ডে দুয়ারে সরকারের শিবিরে নাম লিখিয়েছেন ১১ জন মানুষ। এবারের দুয়ারে সরকার শিবিরে মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন মানুষ। শুধু তাই নয়, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও কাটমানি চাইলে কড়া পদক্ষেপ করা হবে বলেও রাজ্য সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।