শিয়ালদা শাখায় ফেব্রুয়ারির শুরুতেই দু'দিনে ১০৮টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। আসলে বালিগঞ্জ ও কাঁকুড়গাছির সিগন্যালিং এবং ইন্টারলকিং সংক্রান্ত কাজ চলবে। সেজন্য আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) এবং ২ ফেব্রুয়ারি (রবিবার) মিলিয়ে ১০৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শনিবার বাতিল থাকবে ৫৯টি ট্রেন। রবিবার ৪৯টি ট্রেন বাতিল থাকবে। ২ ফেব্রুয়ারি আবার সরস্বতী পুজোও পড়েছে। পঞ্জিকা মতে এবার ৩ ফেব্রুয়ারিও বেলা পর্যন্ত পঞ্চমী থাকবে। তবে সেদিন ট্রেন বাতিল করা হয়নি। কাজের জন্য ১ ফেব্রুয়ারি এবং ২ ফেব্রুয়ারি শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে, সেটার পুরো তালিকা দেখে নিন।
কোন কোন শিয়ালদা-বারুইপুর লোকাল বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩৪৬১১: সকাল ৬ টা ১৩ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
২) আপ ৩৪৬১৩: সকাল ৬ টা ৫৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৬১৭: সকাল ৭ টা ৫৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৬২১: সকাল ৮ টা ৫৬ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৬২৩: সকাল ৯ টা ২৪ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৬) আপ ৩৪৬০১ (মাতৃভূমি): সকাল ৯ টা ৪২ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৭) আপ ৩৪৬২৫: সকাল ৯ টা ৫০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৮) আপ ৩৪৬২৭: সকাল ১০ টা ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৯) আপ ৩৪৬২৯: সকাল ১১ টা ৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১০) আপ ৩৪৬৪৯: দুপুর ১ টায় বারুইপুর থেকে ছাড়ে।
১১) আপ ৩৪৬৩৩: দুপুর ১ টা ২৩ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১২) আপ ৩৪৬৫১: দুপুর ২ টো ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৩) আপ ৩৪৬৩৭: বিকেল ৪ টে ২ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৪) আপ ৩৪৬৩৯: বিকেল ৫ টা ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৫) আপ ৩৪৬৪৩: সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৬) আপ ৩৪৬৪৫: রাত ৮ টা ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৭) আপ ৩৪৬৪৭: রাত ৮ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৮) ডাউন ৩৪৬১২: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৯) ডাউন ৩৪৬১৪: সকাল ৬ টা ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২০) ডাউন ৩৪৬১৬: সকাল ৬ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২১) ডাউন ৩৪৬১৮: সকাল ৭ টা ৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২২) ডাউন ৩৪৬২০: সকাল ৭ টা ৩১ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৩) ডাউন ৩৪৬২২: সকাল ৮ টায় শিয়ালদা থেকে ছাড়ে।
২৪) ডাউন ৩৪৬২৪: সকাল ৮ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৫) ডাউন ৩৪৬২৬: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৬) ডাউন ৩৪৬২৮: সকাল ১০ টা ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৭) ডাউন ৩৪৬৫০: বেলা ১২ টা ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৮) ডাউন ৩৪৬৩২: বেলা ১২ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৯) ডাউন ৩৪৬৫২: দুপুর ১ টা ৪৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩০) ডাউন ৩৪৬৩৬: দুপুর ৩ টে ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩১) ডাউন ৩৪৬৩৮: বিকেল ৪ টে ১৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩২) ডাউন ৩৪৬৪২: বিকেল ৫ টা ৪১ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৩) ডাউন ৩৪৬৪৪: সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
শিয়ালদা-সোনারপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩৪৪১১: ভোর ৪ টে ৪০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
২) আপ ৩৪৪১৭: সকাল ৯ টা ২২ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৪১৯: সকাল ১০ টা ১১ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৪২৯: সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৪৩১: সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
৬) ডাউন ৩৪৪১২: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৭) ডাউন ৩৪৪১৪: সকাল ৮ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৮) ডাউন ৩৪৪১৬: সকাল ৮ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৯) ডাউন ৩৪৪১৮: সকাল ৯ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১০) ডাউন ৩৪৪৩২: বিকেল ৫ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১১) ডাউন ৩৪৪৩৪: সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
বিবাদী বাগ-বারুইপুর শাখায় কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৪৫১: সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।
শিয়ালদা-বিবাদী বাগ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৪১১: সকাল ১০ টা ৫২ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।
২) ডাউন ৩০৪১২: সকাল ৯ টা ৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ডাউন ৩০৪১৬: বিকেল ৫ টা ৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
ক্যানিং-বারাসত শাখায় কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩৩০৬১: দুপুর ২ টো ৩২ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।
চম্পাহাটি-মাঝেরহাট শাখায় কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৫১১: সকাল ৮ টা ৮ মিনিটে চম্পাহাটি থেকে ছাড়ে।
মাঝেরহাট-ঘুটিয়ারি শরিফ শাখায় কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) ডাউন ৩০৫৫২: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।
মধ্যমগ্রাম-মাঝেরহাট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৩৫৭: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।
২) ডাউন ৩০৩৫৮: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।
বারাসত-শিয়ালদা শাখায় কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) ডাউন ৩৩৪৩৮: দুপুর ২ টো ৪৮ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
শিয়ালদা-নৈহাটি কোন কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) ডাউন ৩১৪২২: সকাল ৯ টা ২৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
২) ডাউন ৩১৪৪২: রাত ৮ টা ১৫ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
বজবজ-নৈহাটি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে (১ ফেব্রুয়ারি)?
১) আপ ৩১০৫১: সকাল ৭ টা ১০ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২) আপ ৩১০৫৩: দুপুর ২ টো ১ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৩) আপ ৩১০৫৫: বিকেল ৫ টা ৪৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
শিয়ালদা-বারুইপুর শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩৪৬১১: সকাল ৬ টা ১৩ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
২) আপ ৩৪৬১৩: সকাল ৬ টা ৫৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৬২১: সকাল ৮ টা ৫৬ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৬২৩: সকাল ৯ টা ২৪ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৬২৫: সকাল ৯ টা ৫০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৬) আপ ৩৪৬২৭: সকাল ১০ টা ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৭) আপ ৩৪৬৪৯: দুপুর ১ টায় বারুইপুর থেকে ছাড়ে।
৮) আপ ৩৪৬৩৩: দুপুর ১ টা ২৩ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৯) আপ ৩৪৬৫১: দুপুর ২ টো ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১০) আপ ৩৪৬৩৭: বিকেল ৪ টে ২ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১১) আপ ৩৪৬৩৯: বিকেল ৫ টা ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১২) আপ ৩৪৬৪৩: সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৩) আপ ৩৪৬৪৫: রাত ৮ টা ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৪) আপ ৩৪৬৪৭: রাত ৮ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
১৫) ডাউন ৩৪৬১২: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৬) ডাউন ৩৪৬১৪: সকাল ৬ টা ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৭) ডাউন ৩৪৬২০: সকাল ৭ টা ৩১ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৮) ডাউন ৩৪৬২২: সকাল ৮ টায় শিয়ালদা থেকে ছাড়ে।
১৯) ডাউন ৩৪৬২৪: সকাল ৮ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২০) ডাউন ৩৪৬২৬: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২১) ডাউন ৩৪৬৫০: বেলা ১২ টা ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২২) ডাউন ৩৪৬৩২: বেলা ১২ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৩) ডাউন ৩৪৬৫২: দুপুর ১ টা ৪৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৪) ডাউন ৩৪৬৩৬: দুপুর ৩ টে ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৫) ডাউন ৩৪৬৩৮: বিকেল ৪ টে ১৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৬) ডাউন ৩৪৬৪২: বিকেল ৫ টা ৪১ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৭) ডাউন ৩৪৬৪৪: সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
কোন কোন শিয়ালদা-সোনারপুর লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩৪৪১১: ভোর ৪ টে ৪০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
২) আপ ৩৪৪১৭: সকাল ৯ টা ২২ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৪২৯: সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
৪) ডাউন ৩৪৪১২: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) ডাউন ৩৪৪১৪: সকাল ৮ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৬) ডাউন ৩৪৪১৬: সকাল ৮ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৭) ডাউন ৩৪৪৩২: বিকেল ৫ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
কোন বিবাদী বাগ-বারুইপুর লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৪৫১: সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।
কোন কোন শিয়ালদা-বিবাদী বাগ লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৪১১: সকাল ১০ টা ৫২ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।
২) ডাউন ৩০৪১২: সকাল ৯ টা ৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ডাউন ৩০৪১৬: বিকেল ৫ টা ৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
কোন ক্যানিং-বারাসত লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩৩০৬১: দুপুর ২ টো ৩২ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।
কোন চম্পাহাটি-মাঝেরহাট লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৫১১: সকাল ৮ টা ৮ মিনিটে চম্পাহাটি থেকে ছাড়ে।
কোন মাঝেরহাট-ঘুটিয়ারি শরিফ লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) ডাউন ৩০৫৫২: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।
কোন কোন মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩০৩৫৭: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।
২) ডাউন ৩০৩৫৮: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।
কোন বারাসত-শিয়ালদা ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) ডাউন ৩৩৪৩৮: দুপুর ২ টো ৪৮ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
কোন কোন শিয়ালদা-নৈহাটি লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) ডাউন ৩১৪২২: সকাল ৯ টা ২৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
২) ডাউন ৩১৪৪২: রাত ৮ টা ১৫ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
কোন কোন বজবজ-নৈহাটি লোকাল ট্রেন বাতিল থাকবে (২ ফেব্রুয়ারি)?
১) আপ ৩১০৫১: সকাল ৭ টা ১০ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২) আপ ৩১০৫৩: দুপুর ২ টো ১ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৩) আপ ৩১০৫৫: বিকেল ৫ টা ৪৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।