দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সোনারপুরে। থানা থেকে ঢিল ছোড়া দূরে একটি মোবাইলের দোকান থেকে নগদ টাকাসহ সর্বস্ব চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। দোকানে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্যকর যে তথ্য পুলিশ জানতে পেরেছে তা হল দুষ্কৃতীরা কেউই পশ্চিমবাংলার বাসিন্দা নন, তারা সকলেই বিহার থেকে এসে চুরি করে আবার বিহারে ফিরে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩ এপ্রিল রাতে। ওই দোকানটি থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে অবস্থিত। ফলে থানার এত কাছ থেকে যে-ভাবে দোকানে চুরি হয়েছে তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যান্য ব্যবসায়ীরা। তারওপর দোকানে ছিল সিসিটিভি। তারপরেও ওই দোকানে চুরির ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দোকানের মালিক সূর্যসারথী ঘোষ। অভিযোগ, সকালে দোকান খুলতে গিয়ে তিনি দেখেন দোকানের শাটার কিছুটা বাঁকানো রয়েছে। এরপর ভিতরে ঢুকে দেখেন সমস্ত মোবাইল এবং টাকা উধাও।
ঘটনায় পরে তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ দোকানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে ৫ জন দুষ্কৃতী চুরি করতে এসেছিল। যার মধ্যে চারজন বাইরে ছিল তারা চাদরে দোকানের শার্টার আড়াল করে রেখেছিল। বাইরে পাহারা দিচ্ছিল তারা। আর একজন দোকানের ভিতরে ঢুকে গিয়ে ওই সমস্ত জিনিস চুরি করেছিল। প্রায় আধঘণ্টা ধরে চলেছিল তাদের অপারেশন। দুষ্কৃতীদের চিহ্নিত করার পর তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিহারের পুলিশের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।