Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ৫৮ লক্ষেরও বেশি ভোটার বাড়ল রাজ্যে, কবে হবে ভোট? 1 মিনিটে পড়ুন . Updated: 23 Feb 2023, 11:46 PM IST Chiranjib Paul গুগল নিউজে আমাদের পড়ুন রাজ্যে ২০১৮ সালে মোট ভোট ছিলেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ২জন। (টুইটার) আগামী ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় ভোটার সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে।