চন্দননগরে বাড়িতে ঢুকে ৬ বছরের শিশুকে খুনের অভিযোগ খারিজ করে দিল পুলিশ। বৃহস্পতিবার পুলিশ কমিশনার অমিক পি জাভালগি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে খুনের কোনও উল্লেখ নেই। স্বাভাবিক মৃত্যু হয়েছে শিশুটির। এই ঘটনায় শিশুটির মায়ের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে তদন্তকারীদের মনে।
বুধবার দুপুরে ৬ বছরের শিশুকে বাড়িতে একা রেখে বাইরে থেকে দরজা আটকে বেরিয়েছিলেন মা তনুশ্রী বিশ্বাস। মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে তিনি দেখেন নিখিল অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। দেহে আঘাতের কোনও চিহ্ন ছিল না। কিন্তু মৃত্যু সন্দেহজনক হওয়ায় দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতে শিশুটিকে খুন করা হয়েছে কোনও কথার উল্লেখ নেই।
ওদিকে এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান চন্দননগরের গোয়েন্দা প্রধান সুমন চট্টোপাধ্যায়। পরিবারের লোকেদের সঙ্গে দীর্ঘক্ষণ জেরা করেন তিনি। এর পর পুলিশের তরফে জানানো হয়েছে, শিশুটির মা বারবার বয়ান বদলাচ্ছেন। শিশুটির বাবা টাকা খোয়া গিয়েছে বলে যে অভিযোগ করেছিলেন তা পরে বাড়ির অন্য জায়গা থেকে খুঁজে পেয়েছেন। শিশুটির মায়ের আগে থেকেই মানসিক সমস্যা ছিল। শিশুটিও স্নায়ুরোগে ভুগছিল। এখনও পর্যন্ত এই মৃত্যুতে কোনও অস্বাভিকতা পাওয়া যায়নি। তার পরেও শিশুটির ভিসেরা পরীক্ষায় পাঠানো হয়েছে।