বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sonarpur Incident: বৌমাকে ‘‌সুপারি’‌ দিয়ে অপহরণ করালেন শাশুড়ি, সোনারপুরে ঘটল তুলকালাম কাণ্ড

Sonarpur Incident: বৌমাকে ‘‌সুপারি’‌ দিয়ে অপহরণ করালেন শাশুড়ি, সোনারপুরে ঘটল তুলকালাম কাণ্ড

পুলিশ শাশুড়িকে গ্রেফতার করে।

তাঁর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ এবং ১২০বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অপহরণকারীরা পলাতক। গৃহবধূকে কিডন্যাপ করানোর জেরে ২ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেরা করা হচ্ছে শাশুড়িকে। এই ঘটনা এখন গোটা সোনারপুর এলাকায় চর্চা শুরু হয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুত্রবধূ চোখের বালি। তাই সুপারি দিয়ে ছেলের বউকে অপহরণ করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। যাদের এই সুপারি দেওয়া হয় তারা বারুইপুরের একটি বাড়িতে ওই গৃহবধূকে দু’দিন আটকে রাখে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শাশুড়ি। আর ওই অপহরণের জাল ভেদ করে বৌমা বেরিয়ে আসায় গোটা ঘটনা প্রকাশ্যে চলে আসে। এই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ শাশুড়িকে গ্রেফতার করে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, ধৃত শাশুড়ির নাম পরী মণ্ডল। তাঁর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ এবং ১২০বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে অপহরণকারীরা পলাতক। গৃহবধূকে কিডন্যাপ করানোর জেরে ২ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেরা করা হচ্ছে শাশুড়িকে। এমনকী গৃহবধূর বয়ান রেকর্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

কেমন করে অপহরণ করা হয়েছিল?‌ সূত্রের খবর, ওই গৃহবধূকে পুলিশ পরিচয় দেয় দু’‌জন যুবক–যুবতী। এমনকী বারুইপুরের পুলিশ সুপারের অফিস থেকে আসছি বলে গৃহবধূকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। তারপর থেকে আর কোনও খোঁজ ছিল না। অপহরণ করে ওই গৃহবধূকে বারুইপুরের একটি বাড়িতে আটকে রাখা হয় ৷ পরবর্তী নির্দেশ পেলে সেই মতো কাজ করার জন্যই আটকে রাখা হয় গৃহবধূকে। ওখান থেকে একজনের সাহায্যে তিনি বেরিয়ে চলে আসেন তিনি। তারপর এই ঘটনায় অভিযোগ জানানো হয় নরেন্দ্রপুর থানায়।

ঠিক কী অভিযোগ গৃহবধূর?‌ এই ঘটনা এখন গোটা সোনারপুর এলাকায় চর্চা শুরু হয়ে গিয়েছে। আর ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘‌বিয়ের পর থেকেই আমার উপর নানা অত্যাচার করা হতো। তবে এমন অপহরণ কাণ্ড ঘটাবেন সেটা বুঝতে পারিনি। কয়েকজন ছেলে–মেয়ে এসে আমায় তুলে নিয়ে যায়। অনেক কষ্টে বেরিয়ে এসে থানায় অভিযোগ করেছি।’‌ ২০১৫ সালে বিয়ে হয় গৃহবধূর। গৃহবধূর বাপের বাড়ি সোনারপুরেই। তাঁদের একটি সন্তানও আছে ৷ ছেলের বউকে পছন্দ ছিল না ননদ, শাশুড়ির। তাই গৃহবধূর স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হতো বলে অভিযোগ। গত ৬ মাস ধরে তার স্বামী কোথায় তা জানেন না ওই গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.