বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দুই বউমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল শাশুড়ি, হুগলিতে কী ঘটল তারপর?

দুই বউমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল শাশুড়ি, হুগলিতে কী ঘটল তারপর?

বউমার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে।

দুই বউমার সঙ্গে শাশুড়ির বনিবনা হচ্ছিল না। অশান্তি রোজ লেগেই ছিল। এবার দুই বৌমা একই ঘরে ছিলেন। তখন শাশুড়ি এসে হঠাৎ তাঁদের গায়ে কেরোসিন তেল ছুঁড়ে দেন। সঙ্গে সঙ্গে দেশলাই জ্বেলে তাক করেন তাঁদের দিকে। আগুন লেগে যায় গোটা বাড়িতে।

শাশুড়ি–বউমার অশান্তি চরম পর্যায়ে পৌঁছে গেল। বউমার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। একসঙ্গে দুই বউমাকে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে ভদ্রেশ্বরে?‌ স্থানীয় সূত্রে খবর, দুই বউমার সঙ্গে শাশুড়ির বনিবনা হচ্ছিল না। অশান্তি রোজ লেগেই ছিল। এবার দুই বৌমা একই ঘরে ছিলেন। তখন শাশুড়ি এসে হঠাৎ তাঁদের গায়ে কেরোসিন তেল ছুঁড়ে দেন। সঙ্গে সঙ্গে দেশলাই জ্বেলে তাক করেন তাঁদের দিকে। আগুন লেগে যায় গোটা বাড়িতে। ছোট বউমা পালিয়ে বাঁচেন। আর বড় বউমা আগুনে ঝলসে যান। তিনি এখন চূঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কী জানতে পেরেছে?‌ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শাশুড়ির নাম রামপতি মাহাতো। তাঁর সঙ্গে এই চক্রান্তে তাঁর মেয়েও জড়িত ছিল। তাঁকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় অভিযোগ দায়ের হয় ভদ্রেশ্বর থানায়। তারপরই হাসপাতাল গিয়ে বয়ান নেওয়া হয় আহত বড় বউমার। শাশুড়ি তাঁদের খুন করতে চেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ছোট বউও একই অভিযোগ দায়ের করেছেন।

ঠিক কী অভিযোগ দুই বউয়ের?‌ এই দুই গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, শাশুড়ি ও ননদ মিলে বাড়ি থেকে তাড়াতে চাইত আমাদের দু’‌জনকে। তবে আগুনে পুড়িয়ে মারতে চাইবে এটা ভাবিনি কেউ। বাড়ি বিক্রি করা নিয়েই অশান্তির সূত্রপাত। এই বাড়ি বিক্রি করার পক্ষে ছিলাম আমরা। কিন্তু শাশুড়ি–ননদ বিপক্ষে দাঁড়িয়ে এই অশান্তি চালাচ্ছিল। এবার মেরে ফেলার চেষ্টা করা হয়।

বন্ধ করুন