বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শেকলবন্দি থাকে সন্তান, চিকিৎসার জন্য সহায়তা চাইছেন শিলিগুড়ির অসহায় মা

শেকলবন্দি থাকে সন্তান, চিকিৎসার জন্য সহায়তা চাইছেন শিলিগুড়ির অসহায় মা

সন্তানকে শেকলবন্দি রাখতে বাধ্য হন শিলিগুড়ির মা। 

স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন তাদের তাড়িয়ে দিয়েছে। অগত্যা বাবার বাড়িতে বৃদ্ধা মা ও অসুস্থ সন্তানকে নিয়ে দিন গুজরান করছেন মা। ছেলেকে উন্নত চিকিৎসা দেওয়ার মতো আর্থিক অবস্থাও নেই।

কোচবিহারের পরে এবার শিলিগুড়ি। শিলিগুড়িতে মানসিকভাবে অসুস্থ এক শিশুকে শেকল দিয়ে বেঁধে রাখেন মা। চোখের জল ফেলে অসুস্থ ছেলেকে শেকল দিয়ে বেঁধে রেখেই অন্যের বাড়িতে রান্নার কাজে যান মা। শিলিগুড়ি শহর সংলগ্ন এনজেপি থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকার এই ঘটনায় গরিব পরিবারের অসহায়তার কথা সামনে আসছে ক্রমশ। পরিবারের দাবি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের মধ্যে অস্বাভাবিকত্ব প্রকট হতে শুরু করে। কার্যত বাধ্য হয়েই অসুস্থ সন্তান প্রলয় রায়কে বাড়ির জানালার গরাদের সঙ্গে বেঁধে রেখে তালিচাবি দেওয়া শুরু করেন মা। খাটে শুলেও শেকল দিয়ে আটকে দেন মা পিঙ্কি রায়। এদিকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন তাদের তাড়িয়ে দিয়েছে। অগত্যা বাবার বাড়িতে বৃদ্ধা মা ও অসুস্থ সন্তানকে নিয়ে দিন গুজরান করছেন মা। ছেলেকে উন্নত চিকিৎসা দেওয়ার মতো আর্থিক অবস্থাও নেই।

পিঙ্কি বলেন, ছেলের ১২ বছর বয়স। আমি আর পারছি না। ছেলেকে বেঁধে রেখেই রান্নার কাজে যাই। চিকিৎসাও করাচ্ছি। কিন্তু আমার ক্ষমতায় কুলোচ্ছে না। বর্তমানে ওর খুব শরীর খারাপ। ছেড়ে দিলে অন্যদের মারধর করে। ১২ বছর চিকিৎসা করিয়েও কিছু হয়নি। সবাই মিলে একটু সাহায্য করলে আমি ছেলেকে সুস্থ করে তুলতে পারব। বাচ্চার অবস্থা দেখে স্বামীও ছেড়ে দিয়েছে। অসহায় শোনায় পিঙ্কির গলা।

 

বন্ধ করুন