বারুইপুরে ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে কোটি টাকার মাদক উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। সঙ্গে উদ্ধার হল ২৬ লক্ষ নগদ। ঘটনা বারুইপুরের খোদারবাজার এলাকার। এই ঘটনায় মোকলেসুর শেখ ও সিরিনা বিবি নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সম্পর্কে শাশুড়ি জামাই বলে জানা গিয়েছে।
মঙ্গলবার বিকেলে খোদারবাজারের মণ্ডলপাড়ায় পৌঁছয় বেঙ্গল এসটিএফের বিশাল বাহিনী। সেখানে ভাড়াবাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। ভাড়াবাড়ির বাসিন্দা মোকলেসুর শেখের কাছ থেকে উদ্ধার হয় ১ কোটি টাকা মূল্যের হেরোইন। সঙ্গে উদ্ধার হয়েছে ২৬ লক্ষ নগদ। টাকা গুনতে আনা হয় যন্ত্র। মোকলেসুখ ও তাঁর শাশুড়ি সিরিনাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি প্রক্রিয়া।
জানা গিয়েছে, মোকলেসুর এই লাইনের পুরনো পাপী। এর আগেও গ্রেফতার হয়েছিল সে। তার বাড়ি উস্থিতে। বছরখানেক আগে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে খোদারবাজারে বাড়ি ভাড়া নেয়। কালো কারবার ধামাচাপা দিতে বারুইপুরে ছোট একটা দোকান চালাত সে। তদন্তকারীরা জানিয়েছেন, এর আগেও মাদক মামলায় গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। মূলত বিভিন্ন জায়গা থেকে সস্তায় মাদক কিনে শহর ও শহরতলিতে চড়া দামে বিক্রি করত সে। মাদক আনার জন্য ব্যবহার করল শাশুড়িকে। সাধারণ মহিলাদের ক্ষেত্রে তল্লাশি কম হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে সিরিনা বিবিকে দিয়ে মাদক আনাত মোকলেসুর।
স্থানীয়রা জানিয়েছেন, মোকলেসুরের গতিবিধি নিয়ে কখনও সন্দেহ হয়ি তাদের। বছর আটত্রিশের মোকলেসুরের জীবযাত্রা স্বাভাবিকই ছিল। মাঝে মাঝে সেখানে আসতেন তাঁর শাশুড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সিরিনা বিবি মাদক নিয়ে ঢুকেছেন খবর পেয়েই তল্লাশি চালান গোয়েন্দারা। এই চক্রে আর কারা যুক্ত, জানতে ধৃতদের জেরা শুরু করেছেন গোয়েন্দারা।