বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তাপস মণ্ডলের সংস্থায় কাজ করতেন কামদুনির মৌসুমী কয়াল, জানালেন সেই অভিজ্ঞতা

তাপস মণ্ডলের সংস্থায় কাজ করতেন কামদুনির মৌসুমী কয়াল, জানালেন সেই অভিজ্ঞতা

মৌসুমী কয়াল, ফাইল ছবি।

মৌসুমী দেবী জানিয়েছেন, তিনি যখন মহিষবাথানে তাপস মণ্ডলের মিনার্ভা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টে কাজ করতেন তখন ওই সংস্থার উদ্যোগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সংস্থায় কাজ করতেন কামদুনির প্রতিবাদী বধূ মৌসুমী কয়াল। রবিবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, ৫ মাস বেতন না পেয়ে কাজ ছেড়ে দিই।

এদিন মৌসুমীদেবী জানিয়েছেন, প্রায় আড়াই বছর আগে তাপসবাবুর সংস্থায় কাজ করতেন তিনি। তার আগে এক ব্যক্তির মাধ্যমে তাপসবাবুর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। এর পর তাপসবাবু কামাখ্যায় তাদের আশ্রমে ঘুরতে যেতে বলেন। সেই অনুরোধ রক্ষা করতে সেখানে গিয়েছিলেন মৌসুমীদেবী। ফিরে আসার কিছুদিন পর তাপসবাবু বলেন, আমার প্রোজেক্টের কিছু কাজ চলে, সেগুলো দেখাশুনো করলে ভালো হয়। সেই সময় আমরা ১৪ – ১৫ জন কাজে যোগদান করি। কিন্তু প্রায় ৪ – ৫ মাস আমরা বেতন পাইনি। এর পর ওই চাকরি ছেড়ে দিই আমরা।

মৌসুমী দেবী জানিয়েছেন, তিনি যখন মহিষবাথানে তাপস মণ্ডলের মিনার্ভা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টে কাজ করতেন তখন ওই সংস্থার উদ্যোগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিক ভট্টাচার্য। সেখানে মানিকবাবুর সঙ্গে পরিচয় হয় তাঁর।

তিনি জানিয়েছেন, তিনি যতদিন সেখানে ছিলেন, চাকরি বিক্রি বা কোনও লেনদেন সংক্রান্ত অস্বাভাবিক কিছু দেখেননি তিনি। তবে তার পর গত আড়াই বছরে কী হয়েছে তা জানা নেই তাঁর।

শনিবার মহিষবাথানে তাপস মণ্ডলের ওই প্রতিষ্ঠানে হানা দেয় ইডি। সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই প্রতিষ্ঠানে মাঝেমাঝেই আসতেন মানিক ভটচাজ।

 

বন্ধ করুন