বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভুল করেছিলেন মমতাদি, বদলার সওয়াল কল্যাণের, অনুব্রত কি কাঁধে করে গরু পার করাতেন?

ভুল করেছিলেন মমতাদি, বদলার সওয়াল কল্যাণের, অনুব্রত কি কাঁধে করে গরু পার করাতেন?

অমিত শাহ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

একদিকে যখন অনুব্রতর গ্রেফতারির পরে গুড় বাতাসা বিলি করছেন বিরোধীরা, পাড়ায় পাড়ায় রব উঠছে চড়াম চড়াম, তখনই পালটা রাস্তায় নামা শুরু করে দিলেন বিরোধীরা। বিজেপিকে চাপে রাখতে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। সেই চড়া সুরে এবার শাসকের নিশানায় অমিত শাহ, নরেন্দ্র মোদীও।

একটা ভুল মমতাদি করেছিলেন। আমার তো এখন তেমনটাই মনে হয়। দিদির সমালোচনা করা উচিত নয়। কিন্তু এরকম কথা আমার আগে মনে হয়নি, তাই বলছি। তৃণমূলের স্লোগান ছিল বদলা নয়, বদল চাই। এর পরিবর্তে বদলের জায়গায় বদলা হওয়া উচিত ছিল। ক্ষমা করবেন মমতাদি। আমি বলে ফেললাম। আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন সেই মানসিকতার লোক বিরোধী দল নয়। আপনার হৃদয় অনেক বড়। তাই বলেছিলেন বদলা নয়, বদল চাই। অনুব্রত কাণ্ডে এভাবেই মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

নেত্রীর স্লোগানকে বদলে দিয়ে এই বদলার তত্ত্বকে সামনে আনতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। মত বিরোধীদের। চুঁচুড়ার ঘড়ির মোড়ে এভাবেই কার্যত বদলার পক্ষে সওয়াল করলেন তিনি। এর সঙ্গেই তাঁর দাবি, আমি অনুব্রতকে ডিফেন্ড করছি না। করবও না। দল বলেছে যে যার নিজের মতো কাজ করবে। কিন্তু প্রশ্ন তো আসবেই অনুব্রত বাংলাদেশ বর্ডারে কি গরু কাঁধে করে নিয়ে গিয়েছিল?লেজটা কেমন ছিল? প্রমাণ করতে পারবেন কটা গরু দেখেছেন? সাদা গরু ছিল না কালো গরু? ইডির মুখ দেখে সবকিছু চলে না। ঘুষের টাকা! কজন এসে বলবে যে আমি ঘুষ দিয়েছি। কে বলে বলুন? যে ঘুষ দেয় সেও আইনের প্যাঁচে পড়বে। আইন অনুসারে জেলে যেতে হবে। সাফ কথা কল্যাণের।

একদিকে যখন অনুব্রতর গ্রেফতারির পরে গুড় বাতাসা বিলি করছেন বিরোধীরা, পাড়ায়  পাড়ায় রব উঠছে চড়াম চড়াম, তখনই পালটা রাস্তায় নামা শুরু করে দিলেন বিরোধীরা। বিজেপিকে চাপে রাখতে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। সেই চড়া সুরে এবার  শাসকের নিশানায় অমিত শাহ, নরেন্দ্র মোদীও। 

বন্ধ করুন