দলের নির্দেশ উপেক্ষা করে নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন করায় এই অনুষ্ঠানে বয়কটের সিদ্ধান্ত নেয় তৃণমূল-সহ ২০টি দল। কিন্তু সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে দিল্লি গিয়ে সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন শিশির ও দিব্যেন্দু।
সূত্রের খবর, অনুষ্ঠানের পর তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময়ও করেছেন। গত বছরের জুলাই মাসে উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কটের সিন্ধান্ত নিয়েছিল তৃণমূল। কিন্তু সেই নির্দেশ না মেনে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়কে ভোট দিতে দিল্লি যান বাবা ও ছেলে।
নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের কোনও বার্তা আসেনি বলে জানিয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন,'আমাদের কাছে বয়কটের কোনও বার্তা আসেনি। নতুন সংসদ ভবন উদ্বোধন একটি ঐতিহাসিক ঘটনা। আমরা তার সাক্ষী থাকতে গিয়েছিলাম। অনুষ্ঠানে থাকতে পেরে ভালো লাগছে। এতে কোন রাজনীতি খোঁজা ঠিক হবে না।' কাঁথির সাংসদ শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
২০২০ সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর শিশির-দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের দুরত্ব ক্রমশ বাড়তে থাকে। পরবর্তী কালে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে দিল্লি গিয়ে ধনখড়কে ভোটি দিয়ে আসায় চিঠি পাঠিয়ে ছিল তৃণমূল সাংসদীয় দল। সেই চিঠির উত্তর দেননি তাঁরা। এ বারও দল অংশগ্রহণ না করলেও নতুন সংসদভবন উদ্বোধনে সামিল হলেন বাবা-ছেলে।