বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'পাকিস্তানে যাওয়া আটকাতে' তৈরি হয় বাংলা,'ঐতিহাসিক' সিদ্ধান্তের প্রশংসা স্বপনের

‌রাজ্যে দল–মত নির্বিশেষে সব বিধায়ককে পশ্চিমবঙ্গ দিবস পালনের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পশ্চিমবঙ্গ দিবস পালনের সপক্ষে টুইট করেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। তবে টুইট করতে গিয়ে ১৯৪৭ সালের জায়গায় ১৯৪৬ লিখে ফেলেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। পরে অবশ্য তিনি ফের টুইট করে ক্ষমা চেয়ে নেন। জানান, ওটা ১৯৪৬ হবে না, ১৯৪৭ হবে। তবে বঙ্গ বিজেপির এই পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি এখন রাজ্য রাজনীতিতে যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।

এদিন প্রথমে টুইট করে বিজেপি সাংসদ জানান, '১৯৪৬ সালের ২০ জুন বাঙালি হিন্দুরা ভারতে একটি পৃথক প্রদেশ গড়ার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল। মুসলিম লিগ যাতে পুরো বাংলাটাকেই পাকিস্তানে না নিয়ে যেতে পারে, সেজন্যই এই পৃথক প্রদেশ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত নেওয়ার পিছনে একটা দর্শন ছিল। এই দিনটিকে ভুলে গেলে চলবে না। এই টুইটের কিছুক্ষণ পরেই ফের টুইট করেন বিজেপির ওই সাংসদ। বলেন, 'সালটা ভুল হয়ে গিয়েছে। ১৯৪৬ হবে না। ওটা ১৯৪৭ হবে।'

উল্লেখ্য, এদিন বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নানা উক্তি, ছবি, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয় রাজ্য বিজেপির মুরলীধর সেন লেনের অফিস। এদিনের এই অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। এবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে বিধানসভা ভবনের সামনে গিয়ে পৌঁছোন। সেখানে হাজির হয়ে দাবি জানান, রাজ্যের সব বিধায়ককে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। অন্যান্য রাজ্যে তাদের নিজেদের নিজেদের রাজ্য দিবস পালন হয়। এই রাজ্যেও তাদের নিজেদের দিবস পালন করতে হবে। বিজেপি নেতৃত্বের দাবি, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। পশ্চিমবঙ্গকে বর্তমান রূপ দেওয়ার পিছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম। এদিন রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, ওড়িশা দিবস আছে। কিন্তু কংগ্রেস, তৃণমূল কারও এই পশ্চিমবঙ্গ গড়ার পিছনে কোনও অবদান নেই। তাই এরা এই দিবস পালন করে না।

বন্ধ করুন