বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BSF গুলি চালিয়েছে? মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে মৃত্যুঞ্জয়ের বাবা বললেন ‘আশ্চর্য কথা’

BSF গুলি চালিয়েছে? মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে মৃত্যুঞ্জয়ের বাবা বললেন ‘আশ্চর্য কথা’

বাড়ির দাওয়ায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রবীন্দ্রনাথবাবু

তাঁর অভিযোগ, ‘তদন্তের নামে প্রহসন চলছে। ঘটনায় যাদের ২ জনকে সাক্ষী করা হয়েছে তাদের একজন দিল্লিতে থাকে। আরেকজনের পা রেল দুর্ঘটনায় বাদ গিয়েছে। সে বিছানা থেকে রাত ৩টের সময় কী করে উঠবে? পুলিশ আর তৃণমূল নেতারা মিলে চক্রান্ত করছে।

পুলিশের গুলিতে নয়, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে রাধিকাপুরের যুবক মৃত্যুঞ্জয় বর্মনের। মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিকতে ‘আশ্চর্য কথা’ বলে উল্লেখ করলেন নিহত যুবকের বাবা রবীন্দ্রনাথ বর্মন। শনিবার প্রায় ২ সপ্তাহ পর বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

এদিন সাংবাদিকরা রবীন্দ্রনাথবাবুকে প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী বলছেন, বিএসএফের গুলিতে আপনার ছেলে মারা গিয়েছে। শুনেই বিদ্রুপের সুরে বৃদ্ধ বলেন, ‘বিএসএফের গুলিতেই না কি মৃত্যুঞ্জয় মণ্ডল নিহত হয়েছে। কী আশ্চর্য কথা। তাই তো’?

তাঁর অভিযোগ, ‘তদন্তের নামে প্রহসন চলছে। ঘটনায় যাদের ২ জনকে সাক্ষী করা হয়েছে তাদের একজন দিল্লিতে থাকে। আরেকজনের পা রেল দুর্ঘটনায় বাদ গিয়েছে। সে বিছানা থেকে রাত ৩টের সময় কী করে উঠবে? পুলিশ আর তৃণমূল নেতারা মিলে চক্রান্ত করছে। আমি সিবিআই তদন্ত চাই। যে পুলিশকর্মী আমার ছেলেকে গুলি করেছে তার শাস্তি চাই’।

শনিবার ২ সপ্তাহ পর বাড়ি ফিরলেন মৃত্যুঞ্জয়বাবু। এদিন তাঁদের সঙ্গে করে বাড়ি পৌঁছে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পর তিনি বলেন, এই পরিবারের কিছু হলে তার দায়িত্ব পুলিশের। আর পুলিশকে কী করে শায়েস্তা করতে হয় আমরা জানি।

বন্ধ করুন