মহানন্দার জল দূষিত হওয়ায় আপাতত পানীয় জল সরবরাহ বন্ধ করেছে শিলিগুড়ি পুরসভা। আগামী ২ জুন পর্যন্ত সেখানে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় পানীয় জলের সঙ্কট মেটাতে সেখানে প্রতিদিন ১ লক্ষ জলের পাউচ বিল করছে পুরসভা। কিন্তু, তা যথেষ্ট নয়। তারপরেও কার্যত পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে শিলিগুড়িতে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে এবার পদক্ষেপ করল জনস্বাস্থ্য কারিগরি দফতর। পুরসভার তরফে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা অবধি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটের (এমটিইউ) গাড়ি পাঠাল জনস্বাস্থ্য কারিগরি দফতর।
আরও পড়ুন: মহানন্দার জল দূষিত, পানীয় জলের হাহাকার শিলিগুড়িতে, মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ
কীভাবে কাজ করবে এই ট্রিটমেন্ট ইউনিট?
জানা যাচ্ছে, মোট তিনটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট পাঠানো হচ্ছে। এরমধ্যে একটি ইউনিট ইতিমধ্যেই সেখানে পাঠানো হয়েছে। এই ট্রিটমেন্ট ইউনিট শিলিগুড়ি পুরসভার স্থানীয় পুকুরের জলকে পরিশ্রুত করে তা পানের যোগ্য করে তুলছে। এরপর পাউচের মাধ্যমে সেই পরিশ্রুত পানীয় জল শহরবাসীকে বিলি করা হচ্ছে। জানা যাচ্ছে, আরও দুটি ইউনিট মালদা ও কোচবিহার থেকে শিলিগুড়ি পুরসভায় পাঠানো হবে।
আধিকারিকরা জানাচ্ছেন, এই ইউনিটগুলি প্রতিদিন প্রায় দেড় লক্ষ পাউচ জল উৎপাদন করতে সক্ষম। সেই হিসেবে প্রতিদিন এগুলি সাড়ে ৪ লক্ষ জলের পাউচ উৎপাদন করতে পারবে। এরপরে সেই জল স্থানীয়দের বিলি করা হবে। এর ফলে শিলিগুড়িতে জল সঙ্কট অনেকটাই কাটবে বলে মনে করছেন নবান্নের আধিকারিকরা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, পুরসভা যতদিন চাইবে ততদিন এই ইউনিটগুলির সাহায্যে সেখানে পানীয় জলের চাহিদা মেটানো হবে।
গতকাল বুধবার থেকে পুরনিগমের সরবরাহ করা জল পান করতে নিষেধ করা হয়েছে। এই অবস্থায় সেখানে পানীয় জলের সঙ্কট মেটাতে পানীয় জলের পাউচ সরবরাহ করছে পুরসভা। আজ বৃহস্পতিবার থেকেই সেখানে পাউচের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। মেয়র গৌতম দেব জানিয়েছেন, পরিস্থিতির মোকাবেলার জন্য প্রতিদিন ১ লক্ষ পাউচ জল ২৬ টি গাড়ির মাধ্যমে বিলি করা হচ্ছে। বরোভিত্তিক বিলি করা হচ্ছে ২০ হাজার পাউচ। কিন্তু, তা যথেষ্ট না হওয়ায় জল কিনতে লম্বা লাইন পড়ছে শহরের বিভিন্ন জায়গায়।
এই ঘটনার পরে সরব হয়েছেন বিরোধীরা। আজ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের নেতৃত্বে পুরসভার সামনে বিক্ষোভ করে বামেরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মেয়েরকে অদক্ষ বলে কটাক্ষ করেন। আর তারপরেই তৎপর হল নবান্ন।