বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mukul Roy: কৃষ্ণনগরে মমতার মঞ্চে মুকুল, রাজনীতিতে ফের সক্রিয় রায়বাবু

Mukul Roy: কৃষ্ণনগরে মমতার মঞ্চে মুকুল, রাজনীতিতে ফের সক্রিয় রায়বাবু

বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চে বসে মুকুল রায়। (নিজস্ব চিত্র)

রীতি অনুযায়ী সভা শুরুর আগে মঞ্চে উপস্থিত দলের নেতাদের নাম ঘোষণা করেন মমতা। সেই মতো এদিন তিনি মহুয়া মৈত্র-সহ অন্যান্য নেতাদের পাশাপাশি নাম ঘোষণা করেন মুকুল রায়েরও।

দীর্ঘ সময় পর মুকুল রায়কে দেখা গেল মমতার বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে। মঙ্গলবার নদিয়া পৌঁছে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়। এ বার তাঁকে দেখা গেল তৃণমূলের সর্বময় নেত্রীর সভামঞ্চে। রীতি অনুযায়ী সভা শুরুর আগে মঞ্চে উপস্থিত দলের নেতাদের নাম ঘোষণা করেন মমতা। সেই মতো এদিন তিনি মহুয়া মৈত্র-সহ অন্যান্য নেতাদের পাশাপাশি নাম ঘোষণা করেন মুকুল রায়েরও।

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর তাঁকে দেখা দেখা যায় তৃণমূল ভবনে। তার ঠিক পরপরই তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। এতেই স্পষ্ট হয়ে যায় তিনি গেরুয়া শিবির ত্যাগ করেছেন। মাঝে কিছু দিন তাঁর দেখা না পাওয়া গেলেও হালে বিজয়া দশমীর পরই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তাঁকে দেখা যায়। কালীঘাটে তাঁকে দেখা গিয়েছিলও ভাই ফোঁটার দিনেও।

শিবির বদলানোর পর তাঁকে ঘিরে নানা বিতর্কও তৈরি হচ্ছিল। শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর নানা অসংলগ্ন কথাও তৃণমূলকে অস্বস্তিতে ফেলছিল। বিতর্ক তৈরি হয়েছিল তাঁর বিধায়ক পদ নিয়েও। দু'দফায় শুনানির শেষে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন মুকুল এখনও দলবদল করেননি তিনি বিজেপিতেই আছেন। তার পর আর তাঁকে সে ভাবে সক্রিয় হতে দেখা যায়নি।

মমতা বন্দ্যোপাধ্যায়ে কৃষ্ণনগর সফরকে কেন্দ্র করে ফের সক্রিয় হতে দেখা গেল একদা দলের 'সেকেন্ড-ইন-কমান্ড' মুকুল রায়কে। যে অঞ্চলে মমতার সভা সেখানকারই বিধায়ক তিনি (খাতায় কলমে বিজেপির)। কৃষ্ণনগরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে প্রবেশের মিনিট খানেক পরই সভায় ওঠেন মুকুল রায়। তাঁকে দেখা যায় অন্য নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলতে। এ দিনের সভার তাঁর উপস্থিতিতে এটা স্পষ্ট যে দলে আবার সক্রিয় হয়ে উঠছেন তিনি। ঠিক পঞ্চায়েত ভোটের আগেই। ‘গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ’ নদিয়া থেকে।

বন্ধ করুন