বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mukul Roy: 'সজ্ঞানে দিল্লি গিয়েছি!' ফোনে ছেলেকে বললেন মুকুল, শুভ্রাংশুর চিন্তা বাবার শরীর

Mukul Roy: 'সজ্ঞানে দিল্লি গিয়েছি!' ফোনে ছেলেকে বললেন মুকুল, শুভ্রাংশুর চিন্তা বাবার শরীর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শুভ্রাংশু। (নিজস্ব চিত্র)

এদিন সাংবাদিকদের বারবার শুভ্রাংশু বলেন, মুকুল রায় অসুস্থ। তিনি গত তিন-চার বছরের স্মৃতি হারিয়েছেন।

দীর্ঘ টানাপোড়েনের পর বাবার সঙ্গে কথা বলতে পরেছেন শুভ্রাংশু রায়। পুলিশের মাধ্যমে তিনি বাবার সঙ্গে কথা বলেছেন। ফোনে মুকুল রায় জানিয়েছেন,যা করেছেন, সজ্ঞানেই করছেন। তিনি মেনে নিয়েছেন, বেরোনোর সময় বাড়ির কাউকে তিনি বলে বের হননি।

মুকুল পুত্র শুভ্রাংশু জানান, 'পুলিশের মাধ্যমে বাবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি জানতে চাইলাম, সাংবাদিককে বলেছো, তুমি না কি আমাকে বলে গিয়েছো? বাবা বললেন, বাড়ির কাউকে বা তোকে বলে আসিনি। এরপর আমি জানতে চাইলাম, যা করেছো স্বজ্ঞানে করেছো তো? তিনি উত্তরে বললেন, হ্যাঁ।'

এদিন সাংবাদিকদের বারবার শুভ্রাংশু বলেন, ‘মুকুল রায় অসুস্থ। তিনি গত তিন-চার বছরের স্মৃতি হারিয়েছেন। তিনি এখনও নিজেকে সাংসদ ভাবছেন। রোগের শিকার তিনি। ভাবছেন সংসদ ভবনে যাচ্ছেন। অমিত শাহদের সঙ্গে কথা বলছেন। তাঁর চিকিৎসা চলছে। সময় লাগবে।’

ঘটনার দু-তিন দিন আগে থেকে তিনি ইনস্যুলিন নিচ্ছেন না, যে ওষুধ খাওয়ার ছিল তা তিনি খাচ্ছেন না। সুগার পরীক্ষা করলে তিনশর কাছাকাছি হবে বলে শুভ্রাংশুর আশঙ্কা।

তাঁর বক্তব্য, 'বাবা প্রাপ্তবয়স্ক। তিনি কী করবেন, কী করবেন না, পুরোটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি।' তবে তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে বাবাকে নিয়ে তাঁকে লাগাতার কটাক্ষ শুনতে হচ্ছে। যা শুনে তিনি ক্লান্ত।

প্রসঙ্গত, বুধবার সকালে দিলীপ ঘোষ বলেন,'আমার মনে হয়, বাড়ির লোকের অত্যাচারে উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। উনি বাড়িতে খুব কষ্টে ছিলেন। ছেলে অত্যাচার করে। দলের কাছেও তিনি খুব সুখী নন। ' এই বক্তব্যের প্রেক্ষিতেই শুভ্রাংশর মন্তব্য,'শুভেন্দুদা, সুকান্ত মজুমদারের চাপে কোণঠাসা দিলীপ ঘোষ। তাই তিনি ভেসে থাকতে এ সব বলছেন।'

বন্ধ করুন