বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জল নিতে বাধা দিতেন মমতা, ‘পিটিয়ে খুন’ বিজেপি কর্মীকে

জল নিতে বাধা দিতেন মমতা, ‘পিটিয়ে খুন’ বিজেপি কর্মীকে

বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরে (নিজস্ব চিত্র )

দেবাশিসের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

বিজেপি করতেন দেবাশিস শীল। আর সেই অপরাধে পাড়ার কলে তাঁকে জল নিতে দিত না তৃণমূলের লোকজন। অভিযোগ এমনটাই। আর সেই জল নেওয়াকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যায় তুমুল গণ্ডগোল বেঁধে যায়। তার জেরে বচসা, হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় দেবাশিস শীল ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে দেবাশিসকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্য়ু হয় দেবাশিসের। এদিকে দেবাশিসের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপির অভিযোগ বিজেপি করার অপরাধেই দেবাশিসকে পিটিয়ে খুন করা হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। 

 

মৃতের স্ত্রী বাসন্তী শীল বলেন, ‘আমাদের পাশের বাড়িতে মমতা দে বলে একজন থাকে। কলে জল নিতে বাধা দিত তারা। আসলে বিজেপির করার পর থেকে আমার স্বামীর উপর রাগ। পাশের বাড়ির লোকজন নানাভাবে ওকে হেনস্থা করত। আমাকে বলছে জল নিতে দেব না। বিজেপি করি বলি জল নিতে দিত না। আমার স্বামীকে ঘুঁষি মেরে, লাথি দিয়ে মেরেছে। তৃণমূলের লোকজন মেরে ফেলেছে আমার স্বামীকে।’ এদিকে ঘটনার পরই তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে। 

বিজেপি নেতা অরূপ দাসের দাবি,' বুথের রেজাল্ট খারাপ হওয়ার পর থেকেই দেবাশিসকে হুমকি দেওয়া হত। তৃণমূলের সক্রিয় কর্মী মমতা দে জল নেওয়ার সময় বাধা দেয়। দেবাশিসকে মারধর করা হয়েছিল। তার জেরেই মৃ্ত্যু।' জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার দাবি ,'এটা পাড়াগত ঝামেলা। এর সঙ্গে রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে।'

 

বাংলার মুখ খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই তেলে-বেগুনে জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা বরুণের বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.