ঘরের মধ্যে পড়েছিল রক্তাক্ত দেহ। গোটা ঘটনায় রহস্য চরমে। বাসিন্দাদের অনুমান ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ওই যুবককে। পশ্চিমবর্ধমানের বারাবনির বেলিয়াপুর গ্রামের ঘটনা।মৃতের নাম মনৎ মণ্ডল। কিন্তু কে বা কারা খুন করল ওই যুবককে?
স্থানীয় সূত্রে খবর, বাড়িতে দুই ভাই থাকতেন। মনৎ মণ্ডল ও সনৎ মণ্ডল। আর কেউ থাকত না ওই বাড়িতে। ওই বাড়ির একটি ঘরে ছিলেন মনৎ মণ্ডল। তারই রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এদিন। তার ঘাড়ে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল।ধারালো অস্ত্র দিয়ে তাকে একের পর এক আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই এলাকায় ভিড় জমে যায়। পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তা পরিষ্কার নয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। পুলিশ কুকুরও ঘটনাস্থলে আসে। কিন্তু সেভাবে প্রাথমিকভাবে বিশেষ সূত্র পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘর থেকে দেহটি উদ্ধার করে।
স্থানীয় উপপ্রধান উত্তর মাজি জানিয়েছেন মনৎ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় তার দেহ বিছানায় পড়েছিল। গ্রামের মানুষ জড়ো হয়ে যান। তবে কে বা কারা মার্ডার করেছে তা পরিষ্কার নয়। পুলিশ কুকুরও এসেছিল। গোটা ঘটনাটি পুলিশ দেখছে। তারা তদন্ত করে বের করতে পারবে এর পেছনে আসল ঘটনাটি ঠিক কী?
বাসিন্দাদের দাবি, সারা ঘরের রক্তে ছিটে পড়ে ছিল। জানাজানি হতেই বাড়ির সামনে বাসিন্দাদের ভিড় জমে যায়। তবে কি পুরানো কোনও শত্রুতার জেরে নাকি এর পেছনে রয়েছে আরও বড় রহস্য? পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।