স্কুল থেকে ফেরার পথে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ছাত্রীর। আহত হল তার দাদা। শনিবার বিকেলে ফরাক্কার অর্জুনপুরের ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দেড়টা নাগাদ স্কুল থেকে ফিরছিল সালমা খাতুন (৬) ও তার দাদা এজাজ। তখন রাস্তার পাশে একটি বাড়িতে নির্মাণকাজ চলছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় সালমা ও এজাজের ওপর ভেঙে পড়ে একটি ৫ ইঞ্চির দেওয়াল। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে সালমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এজাজের আঘাত গুরুতর নয়।
সম্প্রতি রাজ্যে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। মালদার মোথাবাড়িতে শৌচাগারের দেওয়াল ধসে মৃত্যু হয় একাদশ শ্রেণির পড়ুয়ার। পুরুলিয়ার শ্যামসুন্দরপুরে স্কুলের দেওয়াল ধসে মৃত্যু হয় একটি শিশুর। এবার স্কুল থেকে ফেরার পথে মৃত্যু নিয়ে গেল সালমাকে। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।