পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। শনিবার রাতে তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে ১টি ওয়ান শটার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছেন মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার আধিকারিকরা। যুবক কোথা থেকে অস্ত্র পেল, আর কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে নাকা তল্লাশি করছিলেন পুলিশ আধিকারিকরা। তখনই এক মোটরসাইকেল চালককে থামান তাঁরা। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে গুলি ও বন্দুক। এর পর কুতুবুদ্দিন মণ্ডল ওরফে ফারুক নামে ওই যুবককে গ্রেফতার করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোটরসাইকেলটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি জলঙ্গী থানার কীর্তনীয়া পাড়ায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কুতুবুদ্দিন অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ওই আগ্নেয়াস্ত্র সে কার হাতে তুলে দিতে যাচ্ছিল তা ও জানার চেষ্টা চলছে। ধৃতকে রবিবার আদালতে পেশ করে পুলিশ। তার হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। প্রায় রোজই বোমা বন্দুক উদ্ধারের খবর থাকছে শিরোনামে। তবে কি এবারও রক্তাক্ত হতে চলেছে পঞ্চায়েত ভোট? লাগাতার বোমা - বন্দুক উদ্ধারের ঘটনায় এমনই আশঙ্কা ছড়াচ্ছে জনমানসে।