নিজের বান্ধবীকেই ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে। এদিকে এই নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয় সেই চিকিৎসকের বিরুদ্ধে। তবে তারপর থেকেই নাকি অভিযুক্ত চিকিৎসক পলাতক। এদিকে অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর। রিপোর্টে দাবি করা হয়েছে, প্রেমিকাকে হোটেলে ডেকেছিলেন অভিযুক্ত চিকিৎসক। সেখানেই তাঁকে মাদক মেশানো পানীয় খাইয়ে অজ্ঞান করেন সেই অভিযুক্ত। পরে নিজের প্রেমিকাকেই নাকি ধর্ষণ করেন তিনি। (আরও পড়ুন: আরজি কর মামলা ছাড়লেন আইনজীবী বৃন্দা গ্রোভার, কী বললেন নির্যাতিতার বাবা?)
আরও পড়ুন: হেনস্থার শিকার হয়েও দমছেন না চিন্ময় প্রভুর আইনজীবী, এদিকে করলেন পুলিশের প্রশংসা
আরও পড়ুন: 'জানোয়ারের মতো...', বিস্ফোরক অভিযোগ অতুলের স্ত্রীর! শেষ জবাবে সুভাষ বলেন...
রিপোর্টে দাবি করা হয়েছে, নির্যাতিতা কলকাতার গল্ফগ্রিন এলাকার বাসিন্দা। প্রেমের প্রস্তাব দিয়ে নাকি তাঁকে বহরমপুরের এক হোটেলে ডেকে পাঠিয়েছিলেন সিনিয়র রেসিডেন্ট। এদিকে পলাতক চিকিৎসক নাকি বেলঘরিয়া এলাকার বাসিন্দা। অভিযোগকারীর দাবি, গত ৮ অক্টোবর প্রেমের প্রস্তাব নিবেদন করেন সেই চিকিৎসক। তারপর ডিনার খাওয়ানোর নামে বহরমপুরের এক হোটেলে তাঁকে ডেকেছিলেন সেই রেসিডেন্ট চিকিৎসক। এরপর তাঁকে পানীয় খেতে দিয়েছিলেন। আর সেই পানীয় খেয়েই নাকি নির্যাতিতা অজ্ঞান হয়ে যান। এপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। (আরও পড়ুন: অপহরণের হুমকি বাংলাদেশে, হিন্দু নাবালিকা পালিয়ে এলেন ভারতে, ধরল BSF)
আরও পড়ুন: বাংলাদেশের আইন উপদেষ্টাই 'র এজেন্ট'! মুখ খুললেন ইউনুসের সরকারে থাকা ছাত্র নেতা
আরও পড়ুন: আরজি করের মামলায় বৃন্দার ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন নির্যাতিতার বাবা-মা: রিপোর্ট
এদিকে অভিযোগকারীর আরও দাবি, এরপর সম্প্রতি ২ ডিসেম্বর ফের বহরমপুরের একটি হোটেলে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন সেই চিকিৎসক। সেবারে তাঁকে মুখ বন্ধ রাখার জন্যে হুমকি দেয় অভিযুক্ত চিকিৎসক। এমনকী প্রতিবাদ করায় সেই তরুণীর গলা চেপে শ্বাসরোধেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরই এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ করেন সেই তরুণী। মামলা নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল বলেছেন, 'ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছে। চিকিৎসকের খোঁজেও তল্লাশি চালাচ্ছি। নির্যাতিতা ওই যুবতীর সঙ্গেও কথা বলা হয়েছে।' এদিকে পুলিশ জানিয়েছে, শারীরিক পরীক্ষার জন্যে বহরমপুরে আসতে বলা হয়েছিল সেই নির্যাতিতাকে। তবে তিনি নাকি বুধবার আসেননি। এদিকে অভিযোগ প্রসঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার অনাদি রায়চৌধুরীর বক্তব্য, অভিযুক্ত কলেজের সিনিয়র রেসিডেন্ট। তবে হাসপাতাল চত্বরে যেহেতু কোনও ঘটনা ঘটেনি তাই তিনি এই নিয়ে কিছু জানেন না। পুলিশি তদন্তের দিকে নজর আছে বলে জানান তিনি।