বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নোদাখালিতে উদ্ধার নির্মাণ শ্রমিকের থেঁতলানো দেহ

নোদাখালিতে উদ্ধার নির্মাণ শ্রমিকের থেঁতলানো দেহ

প্রতীকি ছবি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীববাবু তাঁর পরিবারের সঙ্গে থাকতেন না। স্ত্রী ও ছেলে নোদাখালিতে থাকলেও তিনি থাকতেন ফলতায়।

গ্রাম্য বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। নিহত রাজীব হালদারের (৪৫) বাড়ি ফলতা থানা এলাকার পাইকান গ্রামে। মঙ্গলবার নোদাখালির দক্ষিণ সন্তোষপুর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রয়াত রাজীববাবু পেশায় নির্মাণশ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, গ্রাম্য বিবাদের জেরে খুন করা হয়েছে তাঁকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীববাবু তাঁর পরিবারের সঙ্গে থাকতেন না। স্ত্রী ও ছেলে নোদাখালিতে থাকলেও তিনি থাকতেন ফলতায়। মঙ্গলবার দক্ষিণ সন্তোষপুর গ্রাম থেকে তাঁর থেঁতলানো দেহ উদ্ধার করে পুলিশ। মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। শরীরের একাধিক জায়গায় ছিল রক্তের দাগ।

মৃতের ছেলে জানিয়েছেন, হঠাৎ শুনি গ্রামে গণ্ডগোল হচ্ছে। তার পর শুনি বাবা মারা গিয়েছেন। কে বা কারা বাবাকে খুন করল জানি না। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই ব্যক্তি খুন হলেন তা নিয়ো ধোঁয়াশা তৈরি হয়েছে। কেনই বা রাজীববাবু পরিবারের সঙ্গে থাকতেন না তাও জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করছে নোদাখালি থানার পুলিশ।

বন্ধ করুন