সারা রাজ্য জুড়ে চলছে নবান্ন অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকেও বিভিন্ন গ্রামে এই অনুষ্ঠান চলছে মহা ধুমধামে। রবিবার ভাতারের মুরারিপুরে নবান্ন অনুষ্ঠান ছিল। নবান্ন অনুষ্ঠানের খাবার খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ হয়ে পড়েন সেখানে। তাঁদের ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থার অবনতি ঘটলে তাঁদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
অসুস্থ ব্যক্তিদের নাম লোকনাথ ঘোষ, অশেষ ঘোষ, বিজলী ঘোষ, টিনা ঘোষ, রাজলক্ষ্মী ঘোষ, অপর্ণা ঘোষ, অন্নপূর্ণা ঘোষ ও বংশীধর ঘোষ। এর মধ্যে লোকনাথ ঘোষ এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্র। মালডাঙ্গা হাই স্কুলে তার টেস্ট চলছে।
ভাতার ব্লক আধিকারিক জানিয়েছেন, অসুস্থ ব্যক্তিদের দ্রুত চিকিৎসা শুরু হয়েছে। গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে কোন খাবার থেকে এই বিষক্রিয়া হয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় মুরারিপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।