আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা বাংলায়। আর তার জেরে মৃত্যু হল দুই বাসযাত্রীর। আর এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেল। রবিবার রাতে মধ্যমগ্রামের মাইকেলনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় চলে গেল দুটি প্রাণ। বিরাটি থেকে বারাসাতের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। আর সেই বাসে প্যাসেঞ্জার তুলতে মাইকেলনগর স্টপেজে দাঁড়ায়। ঠিক তখনই পিছন থেকে একটি লরি এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। আর তার জেরে বাসের দুই যাত্রী এবং লরির চালক মারাত্মক জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা দুই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে শহর থেকে শহরতলিতে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। আর তা নিয়ে কদিন আগে উষ্মাপ্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পথ দুর্ঘটনায় প্রাণ যাওয়ার ঘটনা তারপরও থামেনি। মাইকেলনগরের ঘটনা সেই সাক্ষ্য বহন করছে। এই আবহে এবার পথ দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের উপকারে নতুন কমিটির কথা ভাবল পশ্চিমবঙ্গ সরকার। পথ দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে ‘হিট অ্যান্ড রান’ নামে একটি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাবনা, নতুন অর্থবর্ষেই এই কমিটি গঠন করা হবে।
আরও পড়ুন: বাংলায় আসতে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে?
অন্যদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্যভিত্তিক একটি কমিটি গঠন করা হবে। আর থাকবে জেলাভিত্তিক কমিটি। এই কমিটিতে থাকবে পূর্ত, স্বাস্থ্য, ট্র্যাফিক, পুলিশ অফিসার এবং বিমা সংস্থার প্রতিনিধিরা। রাজনীতির রং যাতে না লাগে তাই কোনও ক্ষেত্রেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে এই কমিটিতে রাখা হবে না। আর ক্ষতিপূরণের বিষয়ে রাজ্য বা জেলার কমিটিকে মানতে হবে পরিবহণ দফতরের নির্দেশকে। কলকাতা শহরের জন্য থাকবেন কেএমডিএ’র প্রতিনিধিরা। সব দফতর এবং বিভাগ থেকে একজন করে প্রতিনিধি বেছে নেওয়া হবে। জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক মাথায় থাকবে কমিটির।
এছাড়া এই কমিটির কাজকর্মে নিয়মিত নজরদারি রাখতে প্রত্যেক মাসে নিয়ম করে তারা বৈঠকে বসবে। পথ দুর্ঘটনায় আহত বা নিহতদের পরিবারকে যাতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া যায় সেটারও উদ্যোগ নেবে এই কমিটি। এমনকী কোনও পথ দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে দেখে রিপোর্ট দেবে ‘হিট অ্যান্ড রান’ কমিটি। এখন আহতদের ৫০ হাজার টাকা এবং নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। আর মাইকেলনগরের পথ দুর্ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।