বিএসএফ এর গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাত ১টা নাগাদ নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়াপোঁতায় ভারত-বাংলাদেশ সীমান্তে। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। রাতেই দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ।
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে একদল বাংলাদেশি পাচারকারী ভীমপুর থানার রাঙিয়াপোঁতা দিয়ে ভারতে প্রবেশ করতে যাচ্ছিল। তখন ওই এলাকায় কর্মরত বিএসএফ এক জওয়ান তাদের বাধা দেন। পালটা বিএসএফ জওয়ানকে ঘিরে ধরে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করে পাচারকারীরা। তখন বিএসএফ জওয়ান গুলি চালান। গুলিবিদ্ধ হয় ১ পাচাকারী। এর পর আরও BSF জওয়ান ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার তল্লাশি শুরু করে। তখন ঝোপের মধ্যে এক পাচারকারীকে পড়ে থাকতে দেখে তারা। পাচারকারীর দেহ উদ্ধার করে সীমান্ত চৌকিতে নিয়ে আসে BSF. ওই এলাকায় আরও তল্লাশি চালিয়ে প্রচুর কাশির সিরাপ উদ্ধার করেছেন BSF জওয়ানরা।
রাতেই দেহ শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন তদন্তকারীরা। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালের পুলিশ মর্গে রাখা হয়েছে। বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর বিজিবিকে জানিয়েছে বিএসএফ। দেহের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রক্রিয়া মেনে দেহ BGB-র হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।