তখন মাঝরাত। শীতও বেশ জাঁকিয়ে পড়েছে। আর তখনই কিশোরী বান্ধবীর বাড়িতে এসে তাকে ধর্ষণ করল কিশোর। এমনই অভিযোগ উঠেছে নদিয়ার তেহট্টে। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। এই কিশোর–কিশোরীর পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। সেই পরিচয় বন্ধুত্বে পরিণত হয়। তার পরই পরিকল্পনা করে ওই কিশোর। সেই ছক অনুযায়ী মাঝরাতে বাড়িতে ঢুকে কিশোরী বান্ধবীকে ধর্ষণ করল ওই কিশোর বলে অভিযোগ উঠেছে। নদিয়ার তেহট্ট থেকে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর ধৃতকে জুভেনাইল আদালতে তোলা হলে এখন তাকে হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
পরিচয়ের পর বাড়ির ঠিকানা জেনে নেয় ওই কিশোর। তারপর বাড়িতে কারা থাকে তাও জেনে নেয়। গোটা বাড়ির একটা সম্পূর্ণ ধারণা তৈরি করেই মাঝরাতে চুপিসারে আসে ওই কিশোর। তারপর কিশোরী বান্ধবীর বেড রুমে ঢুকে দরজা সেঁটে দেয়। তারপর মুখ চেপে ধরে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সোমবার মাঝরাতে এই ঘটনা ঘটেছে। বাড়িতে ঢুকে কিশোরীর বেড রুমে গিয়ে ওই কিশোর ধর্ষণ করেছে। এই অভিযোগ দায়েরও হয়। নির্যাতিতার পরিবার পুলিশকে বয়ান দিয়েছে, মেয়ের মুখ চেপে ধরে ওই কিশোর। তবে ওই কিশোরের হাত ছাড়িয়ে চিৎকার করতে থাকলে ঘুম ভেঙে যায় এবং কিশোরীর দাদু ছুটে আসেন। তখন তাঁকে ধাক্কা মেরে সেখান থেকে পালায় অভিযুক্ত। এই ঘটনার পর মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালের ঘটনায় আবার জমায়েত, রাত দখলের চার মাস পূর্তিতে নয়া উদ্যোগ
স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি দু’টি পঞ্চায়েত এলাকায়। এই দু’জনের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। তখন ঠিকানা আদানপ্রদান হয়। ছয় মাস আগে তাদের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব গড়ে ওঠে। এক–দু’বার কিশোরীর সঙ্গে দেখাও করেছিল অভিযুক্ত কিশোর। তবে সেটা কেউ জানতেন না। তখনই কথা হয় কিশোরী বান্ধবীর বাড়ি সম্পর্কে। সেই কথা থেকেই গোটা পরিকল্পনা সাজিয়ে ফেলে কিশোর। তার পরেই হানা দেয় কিশোর বলে অভিযোগ। ধৃত ওই কিশোরের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা দায়ের হয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা এলাকায়। আজ এই ঘটনা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়। তবে কিশোরের এমন শাস্তিতে খুশি নয় নির্যাতিতার পরিবার। এখন তাকে হোমে রাখা হলেও সে যে শুধরে যাবে এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাইছেন না নির্যাতিতার পরিবার। এই বিষয়ে তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গোটা ঘটনার এখন তদন্ত চলছে।’