চকচক করছে বেআইনি আগ্নেয়াস্ত্র। অত্যাধুনিক সেইসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বাংলার মাটিতে। এই বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখে চোখ কপালে উঠে যায় জেলা পুলিশের। নদিয়ার চাকদায় বেআইনি অস্ত্র মজুত করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কেন রেখেছিল এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র? আর কারা জড়িয়ে এসবের পিছনে? উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কে এই ম্যাগনেট খলিল? আসল নাম খলিল মণ্ডল। বাড়ি চাকদায়। সমাজবিরোধী কাজের মধ্য দিয়েই অপরাধ জগতে আসে খলিল। এই খলিল ম্যাগনেট অর্থাৎ চুম্বক তৈরি করতে পারে। আর তা দিয়ে নানা কাজ করতে পারে বলে সূত্রের খবর। তাই তার নাম হয়ে যায় ম্যাগনেট খলিল। এই খলিলের সঙ্গে মুঙ্গের–সহ নানা জায়গায় থাকা অস্ত্র কারবারিদের যোগাযোগ রয়েছে। অস্ত্র এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করত এই খলিল। অস্ত্র পাচার করে টাকাও রোজগার করত সে। জেলায় এখন যে পরিমাণ অপরাধ বেড়েছে তাতে খলিলের থেকে অস্ত্র নিয়েই অনেকে করছে বলে সূত্রের খবর। আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: জিনিস কিনছে আর ৫০০ টাকা দিচ্ছে, এভাবে জালনোট ছড়ানো হয় উত্তরপাড়ায়, আটক যুবক
পুলিশ সূত্রে খবর, ধৃত খলিল মণ্ডল ওরফে ম্যাগনেট খলিল বেশ কিছুদিন ধরেই অস্ত্র পাচারের কাজের সঙ্গে জড়িত। খলিল চাকদা থানার দেওলি পঞ্চায়েতের নারকেলডাঙা এলাকার বাসিন্দা। খলিলের বিরুদ্ধে আগেও সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল। শনিবার মাঝরাতে পুলিশের কাছে খবর আসে খলিল বেআইনি অস্ত্র মজুত করেছে। তখনই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। আর বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র–সহ গ্রেফতার করে তাকে। কেন এই অস্ত্র মজুত করছিল খলিল? প্রশ্ন উঠছে। কোনও নাশকতা অথবা কাউকে খুন করতে অস্ত্র পাচার করত কিনা সেটাই এখন জেরা করে জানার চেষ্টা চলছে।
তবে শুক্রবার বেশি রাতে বেশ কিছু অস্ত্র–সহ তিন পাচারকারীকে আটক করে কলকাতা পুলিশের এসটিএফ। এসটিএফের কাছে গোপন সূত্রে খবর আসে, একদল দুষ্কৃতী উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসে অত্যাধুনিক অস্ত্র নিয়ে বড়বাজার এলাকায় কোনও অপরাধ করতে যাচ্ছে। বেশি রাতে এই গোপন খবরের উপর ভিত্তি করে অভিযান চালান এসটিএফের গোয়েন্দারা। তাঁরা উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লাগানো গাড়ি দেখে ধাওয়া করেন। তারপর বড়বাজারের গুরুদ্বারের কাছ থেকে তাদের আটক করে। ধৃতদের কাছ থেকে পুলিশ দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। আর আজ নদিয়া থেকে উদ্ধার হল অস্ত্র। কোনও যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।