নবমীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে গঙ্গায় জলে ডুবে মৃত যুবক। দশমীর সকালে নৈহাটির গোয়ালাপাড়া ঘাটের ঘটনা। নিহত সৌরভ বারিক (২৭) উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা। তিন বন্ধুর সঙ্গে নবমীর রাতে নৈহাটিতে ঠাকুর দেখতে এসেছিলেন তিনি।
পরিবারের দাবি, নবমীর রাতে ৩ বন্ধুর সঙ্গে নৈহাটিতে ঠাকুর দেখতে যান সৌরভ। সারা রাত ঠাকুর দেখার পরিকল্পনা ছিল তাঁদের। দশমীর সকালে তাঁরা খবর পান নৈহাটির গোয়ালাপাড়া ঘাটে ডুবে মৃত্যু হয়েছে সৌরভের। এই ঘটনায় নিহতের ২ বন্ধুকে আটক করেছে পুলিশ। ধৃতরা জেরায় জানিয়েছে, সারা রাত ঠাকুর দেখার পর সকালে গঙ্গায় স্নান করে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তাঁদের। স্নান করতে নেমে তলিয়ে যান সৌরভ। বন্ধুরাই তাঁক উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে যখন সৌরভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা তখন যুবকের দেহ ছিল কাদা মাখা। তবে বন্ধুদের দেহে শুকনো পোশাকই ছিল। একই কথা জানিয়েছেন, যে টোটোয় করে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার চালক।
ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। নিহতের আরেক বন্ধুর সন্ধান চালাচ্ছে তারা। যুবকরা মত্ত অবস্থায় জলে নেমেছিলেন কি না তাও জানার চেষ্টা চলছে।