প্রতি বছরই নতুন বছর উপলক্ষ্যে ডায়েরি বের করে মালদহের ইংরেজবাজার পুরসভা। সেখানে একেবারে লাইন দিয়ে জনপ্রতিনিধিদের নাম থাকে। তবে শুধু শাসকদলের জনপ্রতিনিধিদের নাম ও ফোন নম্বরই নয়, বিজেপি ও কংগ্রেসের জনপ্রতিনিধিদের নামও থাকে। এবারও অনেকের নামই রয়েছে। জেলাশাসক, পুলিশ সুপারের নামও রয়েছে। তবে শুধু নাম নেই তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুরের। নিঃসন্দেহে জেলায় এই ধরণের ঘটনা কার্যত নজিরবিহীন। তবে মৌসমের নাম কেন পুরসভার ডায়েরিতে থাকল না তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে মালদহের বুকে। পুর প্রশাসক আশিস কুন্ডু বিষয়টিকে ছোট মিসটেক বলে কার্যত পাশ কাটিয়ে যেতে চান। তবে পুরসভার কো অর্ডিনেটর প্রসেনজিৎ দাসের দাবি, অন্যায় হয়েছে।
তবে এনিয়ে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া দিতে চাননি মৌসম বেনজির নুর। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তৃণমূল পরিচালিত পুরসভা। বিজেপি সাংসদ, কংগ্রেস সাংসদের নাম রয়েছে। কিন্তু আমার নাম নেই কেন তা পুরসভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই বলতে পারবেন। বিষয়টি কেন হয়েছে জানি না। প্রয়োজন মনে হয়নি, তাই হয়তো দেওয়া হয়নি। তবে গোটা ঘটনায় অন্যরকম ইঙ্গিত পাচ্ছেন দলের একাংশ। এদিকে মালদহে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব নতুন কিছু নয়। প্রশ্ন উঠছে তবে কী কৌশলে মৌসমের গুরুত্বকে খাটো করার জন্যই তাঁর নাম ছাপানো হল না ? নাকি গোটাটাই অনিচ্ছাকৃত ত্রুটি?