প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে এবার আবাস যোজনা প্রকল্পে তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতে। এই অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সমীক্ষা শেষ হওয়ার পর আজ শুক্রবার পঞ্চায়েতে উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু, সেই তালিকায় অনেকের নাম বাদ পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন বহু স্থানীয় বাসিন্দা। প্রথমে তাঁরা পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে পঞ্চায়েত কর্মীদের পঞ্চায়েতের বাইরে বের করে দিয়ে পঞ্চায়েতের মূল দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। এর ফলে বেশ কিছুক্ষণ পঞ্চায়েতের কাজকর্ম ব্যহত হওয়। তাঁদের বক্তব্য, সমীক্ষা করার আগে পর্যন্ত তাদের আবাস যোজনা তালিকায় নাম ছিল। কিন্তু, পরে নতুন তালিকায় তাঁদের নাম বাদ দেওয়া হয়। তাঁদের আরও বক্তব্য, তাঁদের প্রত্যেকের মাটি, খড় ও টিনের চালের বাড়ি রয়েছে। ফলে তাঁরা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য। তা সত্ত্বেও কেন তাঁদের এই তালিকা থেকে বাদ দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তোলেন।
বেশ কিছুক্ষণ পঞ্চায়েত তালাবন্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে পঞ্চায়েতের মূল দরজার তালা খুলে দেন তাঁরা। তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে হয়। কিন্তু, এক্ষেত্রে তা হয়নি। ঘরে বসেই সমস্ত সার্ভে করা হয়েছে। ফলে প্রকৃত যারা বাড়ি পাওয়ার যোগ্য তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনায় বিডিওর কাছে তদন্তের আর্জি জানিয়েছেন বিক্ষোভকারীরা।